Virat Kohli still at top of IPL 2024 Orange Cap list but Rishabh Pant puts pressure following half century DC vs GT

কলকাতা: রমরমিয়ে চলছে আইপিএলের ১৭তম সংস্করণ (IPL 2024)। ইতিমধ্যই ৪০টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। প্রতিদিনই প্রায় প্রতিটি ম্যাচে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। অবশ্য লড়াইটা অরেঞ্জ ক্যাপের (Orange Cap) দৌড়ে দীর্ঘদিন ধরে লিডে বিরাট কোহলি (Virat Kohli)। তবে ২৪ এপ্রিলের ম্যাচের পর তাঁর ওপর চাপ কিছুটা বাড়ল কি?

বুধবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাত টাইটান্স একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচেই অনবদ্য এক ইনিংস খেলেন ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। ব্যাট হাতে সাই সুদর্শনও (Sai Sudarshan) নজর কাড়েন এই দুই তারকার হাফ সেঞ্চুরিতে অরেঞ্জ ক্যাপের দৌড়টা জমে উঠল। শীর্ষে কোহলি থাকলেও, পন্থ বা সুদর্শন কিন্তু ‘কিং’-র থেকে বেশিদূরে নেই। সুদর্শন নয় ম্যাচে ৩৩৪ রান করে তালিকায় চতুর্থ স্থানে। আর ৮৮ রানের ইনিংসের সুবাদে পন্থ তালিকায় আপাতত তৃতীয়। মোট সংগ্রহ ৩৪২ রান।

বিরাট কোহলি এখনও পর্যন্ত চলতি আইপিএলে আট ম্যাটে ৬৩.১৭ গড় এবং ১৫০-র অধিক স্ট্রাইক রেটে মোট ৩৭৯ রান করেছেন। তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেঞ্চুরির পর কোহলির ফর্ম খানিকটা ধাক্কা খেয়েছে। বিগত তিন ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ৬৩। এর ফলে তিনি শীর্ষস্থান ধরে রাখলেও, কমেছে প্রতিদ্বন্দ্বিদের থেকে দূরত্ব। গুজরাতের বিরুদ্ধে পন্থ ৮৮ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় তিনে উঠে এসেছেন। পন্থ এখনও পর্যন্ত ৩৪২ রান করেছে.। তিনি অরেঞ্জ ক্য়াপের দৌড়ে আপাতত তিনে।

কী এই অরেঞ্জ ক্যাপ? আইপিএলের জন্মলগ্ন থেকে টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলারকে স্বীকৃতি দেওয়ার অভিনব এক উদ্যোগ নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয় এই অরেঞ্জ ক্যাপ। প্রত্যেক ম্যাচের পর তা বদলেও যেতে পারে। অর্থাৎ, যখন যে দলের ক্রিকেটারের নামের পাশে সবচেয়ে বেশি রান থাকবে, তিনিই সেই মুহূর্তে পেয়ে যাবেন অরেঞ্জ ক্যাপ। একই ভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিকে দেওয়া হয় পার্পল ক্যাপ। তাঁর সাফল্যের স্বীকৃতি হিসাবে।

আজ কোহলিরা সানরাইজার্সের বিরুদ্ধে মাঠে নামবে। সেই ম্যাচে বিরাটের বড় ইনিংস কিন্তু তাঁকে ফের একবার অরেঞ্জ ক্যাপের দৌড়ে ব্যবধান বাড়িয়ে নিতে সাহায্য করবে। কোহলি কেমন খেলেন, এবার  সেটাই দেধার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দিল্লির গুজরাত বধের পর পয়েন্ট টেবিলের সাপ লুডোর খেলায় কী পরিবর্তন হল? 

আরও দেখুন