World Penguin Day 2024 Know Why Penguins Are More Important Than Any Other Animals For Our Plant Bengali News

World Penguin Day 2024 Importance Of Penguin: মিষ্টি দেখতে প্রাণী অথচ দেখা পাওয়া বড্ড কঠিন। পেঙ্গুইনের দেখা পেতে হলে যেতে হয় সেই দক্ষিণ মেরুর আন্টার্কটিকা নিকটবর্তী অঞ্চলে। কিন্তু টিভি,‌ ফোনে যেটুকু দেখা মেলে এই প্রাণীর, তাতে অনেকেরই মিষ্টি লাগে। গোটা বিশ্বে পেঙ্গুইনের মোট ১৭টি প্রজাতির খোঁজ মেলে এদের মধ্যে দশটি প্রজাতি বর্তমানে বিপন্ন। বলা ভাল, নিজেদের অস্তিত্ব বজায় রাখতে যথেষ্ট সবল নয়। এই প্রজাতিগুলিকে বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভারসেশন অফ নেচার। আর তাই তাদের সংরক্ষণের কথা মনে করাতে পালন করা হয় বিশ্ব পেঙ্গুইন দিবস।

কেন গুরুত্বপূর্ণ এই‌ প্রজাতি?

পেঙ্গুইন শুধু যে দেখতে মিষ্টি তা নয়। এরা বাস্তুতন্ত্র রক্ষায় বড় ভূমিকা পালন করে। জলভাগ ও স্থলভাগ দুইয়েরই বাস্তুতন্ত্র রক্ষা করে পেঙ্গুইন‌। অন্যদিকে বেশিরভাগ প্রাণীই যেকোনও একটি স্থানের বাস্তু রক্ষা করে। স্থলভাগে বাস করলেও মূলত সমুদ্রের খাবারই খায় পেঙ্গুইন। তাই সামুদ্রিক বিভিন্ন খনিজ পদার্থে পুষ্ট হয় গোটা স্থলভাগও। যা পরবর্তীকালে উদ্ভিদ ও অন্যান্য জীবজগতের উপকার করে। 

পেঙ্গুইনের নানা প্রকারভেদ

পৃথিবীতে মোট ১৭ রকম পেঙ্গুইন প্রজাতির দেখা মেলে। 

  • এদের মধ্যে আকারে সবচেয়ে বড় এমপেরর পেঙ্গুইন। এই পেঙ্গুইন আকারে বড় ও ভারি। পুরুষ ও মহিলা পেঙ্গুইনকে দেখতে একইরকম হয়। তবে কানে হালকা হলুদ রঙের দাগ থাকে। 
  • কিং পেঙ্গুইন পেঙ্গুইনদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রজাতি। এটি দক্ষিণ আন্টার্কটিকার বাসিন্দা। এছাড়াও দক্ষিণ ভারত মহাসাগরে খোঁজ পাওয়া যায় এদের।
  • এরপরেই রয়েছে অ্যাডিলি পেঙ্গুইন এই প্রজাতিকে আন্টার্কটিকায় যত্রতত্র দেখতে পাওয়া যায়। 
  • চিনস্ট্র্যাপ পেঙ্গুইনকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর ও আন্টার্কটিক সাগরে দেখতে পাওয়া যায়। এদের মাথার কালো অংশের নিচ দিয়ে একটি সরু কালো রেখা, ব্যান্ডের আকারে রয়েছে যা দেখতে হেলমেটের মত লাগে। 
  • লিটিল পেঙ্গুইন নিউজিল্যান্ড দেখতে পাওয়া যায় সবচেয়ে বেশি সিলেটের মত নীল রঙের হয় এই ছোট ছোট পেঙ্গুইনগুলি।

কেন পালন করা হয় বিশ্ব পেঙ্গুইন দিবস ?

প্রতিবছর পেঙ্গুইন ঠিক এই সময় দক্ষিণ মেরু থেকে উত্তরের দিকে সরে আসে প্রসঙ্গত এই সময় উত্তর গোলার্ধের গ্রীষ্মকাল হলেও দক্ষিণ গোলার্ধের শীতকাল চলে শীতের সময় খাবারের খোঁজে কিছুটা উত্তরের দিকে আর তাদের এই আশাকে উপলক্ষ করে পালন করা হয় বিশ্ব পেঙ্গুইন দিবস। 

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন –  Bird Flu in Jharkhand: ঝাড়খণ্ডে বার্ড ফ্লু আতঙ্ক, মেরে ফেলা হল ৪০০০ মুরগি, জারি কড়া নিষেধাজ্ঞা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন