উপজেলা পরিষদ নির্বাচন অংশগ্রহণ, বিএনপির তিন নেতাকে বহিষ্কার

সুনামগঞ্জে জেলার দুটি উপজেলায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন,জেলার দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া ও জেলা মহিলা দলের সভাপতি ছবি চৌধুরী ও শাল্ল উপজেলা বিএনপির সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকারকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় সিদ্ধান্তের এই চিঠি সংবাদ মাধ্যমে পাঠিয়ে এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে,দলীয় সিদ্ধান্ত অমান্য করে গনেন্দ্র চন্দ্র সরকার ও গোলাপ মিয়া যথাক্রমে দিরাই ও শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবং ছবি চৌধুরী দিরাই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলের সিদ্ধান্ত অমান্য করায় তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি  দেওয়া হলো।

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠির অনুলিপি দলের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন,সহ সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল কেও পাঠানো হয়েছে।



সালাউদ্দিন/সাএ