Gourbanga University: সুপ্রিম নির্দেশে রাজ্যের তালিকা থেকে গৌড়বঙ্গের উপাচার্য নিয়োগ রাজ্যপালের

সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল দ্রুত ৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করতে হবে এবং রাজ্যের পাঠানো তালিকা থেকে উপাচার্যদের নিয়োগ করতে হবে। সেই নির্দেশ মেনেই রাজ্যের পাঠানো তালিকা থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের পাঠানো তালিকা থেকে উপাচার্য নিয়োগ করা হয়েছিল। রাজ্যের তালিকা মেনে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হয়েছেন অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়, রাজ্যের প্রস্তাবে তিন মাস পর সিলমোহর

বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চলে আসছে গত বেশ কয়েক মাস ধরে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর চলতি সপ্তাহেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। সেক্ষেত্রে রাজ্যের পাঠানো তালিকা থেকে ভাস্কর গুপ্তকে যাদবপুরের উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল। জানা গিয়েছে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক ছিলেন। তবে রাজ্যপালের নির্দেশের ফলে এবার থেকে তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের দ্বন্দ্ব চলছে দীর্ঘ বেশ কয়েকমাস ধরে। এনিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। তা এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। সম্প্রতি এই সমস্যার সমাধানে কলকাতা এসেছিলেন দেশের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি। এর আগে রজত কিশোর দে’কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। গত বছরের অগস্টে তাঁকে উপাচার্য করা হয়।

তবে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠনের তরফে কনভেনশনের আয়োজন করা হয়েছিল এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত ছিলেন। আর তারপরেই তাৎপর্যপূর্ণভাবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য রজতকিশোরকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন রাজ্যপাল। 

তবে তাৎপর্যপূর্ণভাবে সেই নির্দেশ প্রত্যাহার করে দিয়ে রজতকিশোরকেই উপাচার্য পদে বহাল রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল বা ইসি। একইসঙ্গে রাজ্যপাল উপাচার্যের চেম্বার সিল করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশও মানেনি ইসি। এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ইসিকে স্বাগত জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে শেষমেষ উপাচার্য পেল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।

এছাড়া আদালত নির্দেশ দিয়েছিল, ওই ৬ টি ছাড়াও রাজ্যের অধীনে থাকা বাকি বিশ্ববিদ্যালয়গুলিতেও উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করতে। রাজ্য সরকারকে রাজ্যপালের কাছে বাছাই নামের তালিকা পাঠাতে বলেছে সুপ্রিম কোর্ট। আদালত মনে করছে, রাজ্যের পাঠানো তালিকা থেকে বাকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেছে নেবেন রাজ্যপাল।