Russia: ১০ ভারতীয় কাজ করতেন রাশিয়ার সেনা বাহিনীতে, মহা চাপে ছিলেন, অবশেষে ফিরলেন দেশে

নয়াদিল্লি: রুশ সেনাবাহিনীতে সাপোর্ট স্টাফ হিসেবে কর্মরত দশ ভারতীয়কে অব্যহতি দেওয়া হয়েছে এবং দেশে ফেরত পাঠানো হয়েছে। এদিকে ভারতের তরফে বার বার চাপ দেওয়া হয়েছিল যে ভারতীয়রা এই ধরনের কাজের সঙ্গে রাশিয়ায় যুক্ত তাদের যেন দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। 

ভারতীয় কর্তৃপক্ষ স্বীকার করেছে যে ইউক্রেনের সঙ্গে সংঘর্ষে সামনের সারিতে থাকা রাশিয়ান সামরিক ইউনিটের সঙ্গে  কাজ করার সময় দু’জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন এবং ২০ জন ভারতীয় এ পর্যন্ত সাপোর্ট স্টাফ হিসাবে যারা চাকরি করতেন ,তারা দেশে ফিরে আসার জন্য আবেদন করেছিলেন। 

বৃহস্পতিবার  সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘এ ধরনের দশজন ব্যক্তি ভারতে ফিরে এসেছেন, তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে এবং তাঁরা বাড়ি ফিরে এসেছেন।

তিনি বলেন, বিদেশ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক এবং রাশিয়ার অন্যান্য বেশ কয়েকটি সংস্থা-সহ বিভিন্ন স্তরে রুশ সামরিক বাহিনীতে কর্মরত সমস্ত ভারতীয়র বিষয়টি ভারত অত্যন্ত  গুরুত্ব দিয়ে দেখেছে। 

জয়সওয়াল বলেন, ‘যারা এ পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং মুক্তি পেতে চান এবং দেশে ফিরতে চান, তাদের ফিরিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

রাশিয়ার পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে সেখানে থাকা অন্যান্য ভারতীয়দেরও মুক্তি দেওয়া হবে এবং তারা দেশে ফিরে আসবেন। আমরা সেই খুঁটিনাটি নিয়ে কাজ করছি।

জম্মু ও কাশ্মীর থেকে আসা এক ভারতীয় নাগরিক রাশিয়ার সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন এবং যার আত্মীয়দের ভারতীয় কর্মকর্তারা তার মুক্তির জন্য রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন বলে অভিযোগ করা হয়েছে, জয়সওয়াল বলেন, ভারতীয় কর্মকর্তারা রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাকে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন।

তবে ঠিক কতজন ভারতীয় রুশ সেনাবাহিনীতে সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করছেন, তার সঠিক সংখ্যা জানায়নি ভারত। তারা শুধু তাদের পরিসংখ্যান দিয়েছে যারা দেশে ফেরার জন্য সাহায্যের জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল।

গত বছর থেকে প্রায় ২০০ জন ভারতীয়কে রাঁধুনি ও সহায়ক কর্মী হিসেবে নিয়োগ করেছে রাশিয়ার সামরিক বাহিনী। অনেক ভারতীয় নাগরিক ভারতীয় শহর এবং দুবাই ভিত্তিক রিক্রুটিং এজেন্টদের দ্বারা এই জাতীয় চাকরি গ্রহণের জন্য় আবেদন করে প্রতারিত হয়েছিল। দু’জনের মৃত্যু ছাড়াও বেশ কয়েকজন ভারতীয় আহতও হয়েছিলেন। রুশ সেনার চাকরি থেকে সরে আসার জন্য সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছিলেন কয়েকজন ভারতীয়।

কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) সম্প্রতি বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়ে থাকা একটি মানব পাচারের নেটওয়ার্কের পর্দাফাঁস করেছে যা রাশিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রতিশ্রুতি দিয়ে সামাজিক মিডিয়া চ্যানেল এবং এজেন্টদের মাধ্যমে নিরীহ যুবকদের প্রলুব্ধ করেছিল। সিবিআই জানিয়েছে, পাচার হওয়া ভারতীয়দের যুদ্ধে যাওয়ার জন্য  প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ফ্রন্টলাইন ঘাঁটিতে তাদের ইচ্ছার বিরুদ্ধে মোতায়েন করা হয়েছিল, যা তাদের জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছিল। (ইনপুট হিন্দুস্তান টাইমস)