Sandeshkhali case: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে গেল রাজ্য

সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্ত আটকাতে মরিয়া রাজ্য সরকার। এবার কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। শীর্ষ আদালতের বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলার শুনানি হবে।

আরও পড়ুনঃ সন্দেশখালিতে TMC নেতার বাড়িতে মিলল বিপুল বিস্ফোরক, নিষ্ক্রিয় করতে পৌঁছল NSG

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, শুক্রবার এ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। আগামী ২৯ এপ্রিল এই মামলার শুনানির দিন ধার্য করেছে শীর্ষ আদালত। প্রসঙ্গত, সন্দেশখালিতে শুক্রবার সিবিআই শেখ শাহজাহানের এক ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার করেছে। সেগুলি নিষ্ক্রিয় করার জন্য মাঠে নাম এনএসজি। 

জানা গিয়েছে, সন্দেশখালি সরবেড়িয়াতে অবস্থিত রয়েছে এই বাড়িটি। এটি শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুল খাঁয়ের ভগ্নিপতির বাড়ি। সূত্রের খবর, এই বাড়িতে প্রচুর পরিমাণে বোমা এবং আগ্নেয়াস্ত্র থাকার খবর আগেই পেয়েছিল সিবিআই। আর সেখানে হানা দিতেই প্রচুর পরিমাণে বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সেক্ষেত্রে ওই বাড়ি থেকে প্রয়োজনীয় নথিপত্র মিলতে পারে বলে মনে করছেন আধিকারিকরা।

প্রসঙ্গত, ১০ এপ্রিল সন্দেশখালির সব মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেক্ষেত্রে রাজ্যেকেউ সিবিআইকে সব রকমের সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল। একইসঙ্গে সেখানকার মানুষ যাতে সরাসরি অভিযোগ জানাতে পারে তার জন্য সিবিএকে একটি পোর্টাল তৈরি করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। মূলত জমি দখল, ধর্ষণ, চাষের জমিকে পরিবর্তন এই সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে বলেছিল হাইকোর্ট।

সন্দেশখালির ঘটনা শিরোনামে আসে গত ৫ জানুয়ারি। ওই দিন শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি। তখন তার অনুগামীরা ইডি এবং সিআরপিএফ জওয়ানদের উপর হামলা চালায়। তারপর থেকে গা ঢাকা দেয় শাহজাহান। ৫৬ দিন পর তাকে গ্রেফতার করা হয়। এদিকে, এরই মধ্যে জমি দখল থেকে শুরু করে নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ ওঠে সন্দেশখালিতে। 

কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি ঘটনার তদন্তভার সিবিআই নেওয়ার পর একাধিবার সেখানে হানা দেন গোয়েন্দারা। সিবিআইয়ের দু’টি দল গত শনিবারও এসেছিল সন্দেশখালিতে। আর শুক্রবার সকালে সিবিআই হানা দিল শাহজাহানের ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে। এরইমধ্যে এদিন সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আবেদন জানালো।