Hasnabad Blast: হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ, কারণ ঘিরে ধোঁয়াশা

হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণে আহত ১। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়ির রান্নাঘরে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আহত হয়েছেন নিমাইবাবুর পুত্রবধূ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ওদিকে ঘটনাটি তৃণমূলের চক্রান্ত বলে দাবি করে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা।

আরও পড়ুন: শাহজাহানের অস্ত্রভাণ্ডার লুকাতেই কি EDর ওপর হামলা? অস্ত্র উদ্ধারে উঠছে প্রশ্ন

পড়তে থাকুন: ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করতে হবে’

গত বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন নিমাই দাস। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁর বাড়ি লাগোয়া ভাইয়ের বাড়ির রান্নাধরে প্রবল বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে আহত হন বিজেপি নেতার পুত্রবধূ। প্রাথমিক ভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে মনে হলেও পরে দেখা যায় সিলিন্ডার অক্ষই রয়েছে।

নিমাই দাস বলেন, আমার ভাইয়ের বাড়ির রান্নাঘরে বিস্ফোরণ হয়েছে। মুলিবাঁশের বেড়ার রান্নাঘর। সেখানে গ্যাস সিলিন্ডারও অক্ষত রয়েছে। কী ভাবে বিস্ফোরণ হল বুঝতে পারছি না। আমার সঙ্গে স্থানীয় তৃণমূল নেতাদেরও কথা হয়েছে। তারাও অবাক।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। লাল ফিতে দিয়ে ঘিরে দেয় এলাকা। স্থানীয়দের বিস্ফোরণ স্থল থেকে দূরে সরিয়ে দেয় তারা। দুপুরে ঘেরা জায়গার মধ্যে দেখা যায় এক তৃণমূল নেতাকে। তা দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, বিস্ফোরণের পিছনে তৃণমূলের হাত রয়েছে। পুলিশ সবটাই জানে। এখন তদন্তের নাটক করছে তারা।

আরও পড়ুন: শাহজাহানের ডেরায় সিবিআই তল্লাশিতে পাওয়া গেল পুলিশের রিভলভার ও বিদেশি পিস্তল

এই ঘটনায় বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। তাদের দাবি, নিমাই দাসের বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণ হয়েছে। এক্ষেত্রে কি NIA বা NSG দিয়ে তদন্ত হবে? প্রশ্ন তুলেছে তারা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা।