Kolkata airport: ‘বোমা রাখা আছে’, ইমেল ঘিরে চাঞ্চল্য কলকাতা বিমানবন্দরে, মেলে নি কিছুই

শুক্রবার দেশজুড়ে দ্বিতীয় দফার লোকসভা ভোটগ্রহণের দিন কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়াল। এমন ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় বিমানবন্দরে। ব্যাপক আতঙ্ক ছড়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে শুরু করে যাত্রীদের মধ্যে। মূলত বোমা রাখা রয়েছে দাবি করে একটি হুমকি মেল পাঠানো হয় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে। তারপরেই বোমার সন্ধানে বিমানবন্দরে চিরুনি তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন: লোকসভার আগে কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগ খুলতেই উদ্ধার ১১ লক্ষ নগদ টাকা

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এদিন কর্তৃপক্ষের মেল আইডিতে অজ্ঞাত একটি আইডি থেকে মেল আসে। সেই মেলটি পড়েই চোখ ছানাবড়া হয়ে যায় কর্তৃপক্ষের। তাতে দাবি করা হয়, বিমানবন্দরের বোমা রাখা রয়েছে।  তড়িঘড়ি খবর দেওয়া হয় সিআইএসএফ এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের। তারপরেই সিআইএসএফ জওয়ান এবং পুলিশ এয়ারপোর্টের বিভিন্ন অংশে বোমার খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে।

এছাড়াও বম্ব স্কোয়াডও এদিন তল্লাশি চালায়। বিমানবন্দরের ম্যানেজারের রুমের বাইরে থেকে শুরু করে যাত্রীদের ওয়েটিং রুমে তল্লাশি চালান তারা। এছাড়াও আরও বিভিন্ন অংশে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে করা হয়।

যদিও কে বা কারা এই হুমকি মেল পাঠিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ এবং আধিকারিকরা তা জানার চেষ্টা করছেন। পাশাপাশি বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেখানে কারও সন্দেহজনক গতিবিধি রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। বিমানবন্দরের ভেতরে অথবা বাইরে কোনও পরিত্যক্ত ব্যাগ বা জিনিসপত্র পড়ে রয়েছে কিনা তার খোঁজও চালানো হচ্ছে। 

জানা গিয়েছে, পুলিশের পক্ষ থেকে যে মেল আইডি থেকে হুমকি এসেছে সেই আইডির আইপি অ্যাড্রেস ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও বিমানবন্দর থেকে বোমা বা বিস্ফোরক জাতীয় কোনও পদার্থ খুঁজে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। কাতারগামী একটি বিমানে বোমা রাখা আছে বলে এক যাত্রী চিৎকার করতে শুরু করেছিলেন। তারপরেই হুলুস্থূল কাণ্ড বেঁধে যায় বিমানে। তড়িঘড়ি পুলিশ কুকুর নিয়ে সেখানে তল্লাশি চালায় যদিও শেষ পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। পরে ওই যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ।