Sandeshkhali arms recovered: সন্দেশখালিতে অস্ত্রের সঙ্গে কার্তুজের বিল হাতে পেলে CBI, খতিয়ে দেখছেন গোয়েন্দারা

সন্দেশখালির আগরহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ায় হানা দিয়ে শুক্রবার শেখ শহাজাহানের অস্ত্রাগারের হদিশ পেয়েছে সিবিআই। তদন্তকারীরা জানিয়েছেন, সেখানে একাধিক দেশি – বিদেশি বন্দুকের সঙ্গে পাওয়া গিয়েছে কার্তুজ কেনার রসিদও। কলকাতার একটি দোকান থেকে শাহজাহানের নামে কার্তুজগুলি কেনা হয়েছিল। শাহজাহানের বন্দুকের লাইসেন্স দেখিয়েই কার্তুজ কেনা হয়েছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা। তবে শাহজাহানের অস্ত্রাগার থেকে বিদেশি অস্ত্র উদ্ধারে প্রশ্ন উঠছে, তবে কি অস্ত্র পাচারে যুক্ত ছিল এই তৃণমূলি মাফিয়া?

আরও পড়ুন: শাহজাহানের অস্ত্রভাণ্ডার লুকাতেই কি EDর ওপর হামলা? অস্ত্র উদ্ধারে উঠছে প্রশ্ন

পড়তে থাকুন: ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করতে হবে’

অস্ত্রের সঙ্গে উদ্ধার কার্তুজের বিল

শুক্রবার সরবেড়িয়ার আগরহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ায় পেশায় টোটোচালক আবু তালেব মোল্লার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তল্লাশিটে ৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে তারা জানিয়েছে। এর মধ্যে ৩টি আগ্নেয়াস্ত্র বিদেশে তৈরি। যা ভারতে বিক্রি নিষিদ্ধ। এছাড়া রয়েছে একটি কোল্ট রিভলভার, যা শুধু পুলিশ ব্যবহার করে। শাহজাহানের অস্ত্রাগার থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মূল্য প্রায় ৪০লক্ষ টাকা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া ওই বাড়ি লাগোয়া একটি কুড়ে ঘর থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক ও প্রায় ৩৫০ রাউন্ড গুলি। সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করতে শুক্রবার বিকেলে সন্দেশখালি পৌঁছয় NSGর বম্ব স্কোয়াড। এছাড়া পাওয়া শাহজাহানের বেশ কিছু সচিত্র পরিচয়পত্র। তার মধ্যে রয়েছে শাহজাহানের আধার কার্ড। এছাড়া পাওয়া গিয়েছে বেশ কিছু বিল।

কে কিনল কার্তুজ?

তদন্তকারীরা জানাচ্ছেন, যে বিলগুলি পাওয়া গিয়েছে সেগুলি কার্তুজের। কলকাতার একটি দোকা থেকে শাহদজাহানের নামে বিপুল পরিমাণ কার্তুজ কেনা হয়। তার একাধিক বিল পাওয়া গিয়েছে। শাহজাহানের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। সেই লাইসেন্স দেখিয়েই কার্তুজ কেনা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা। তবে অস্ত্রের সেই লাইসেন্সের খোঁজ এখনও পাননি তদন্তকারীরা।

আরও পড়ুন: শাহজাহানের ডেরায় সিবিআই তল্লাশিতে পাওয়া গেল পুলিশের রিভলভার ও বিদেশি পিস্তল

তবে শাহজাহানের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল তা ভাবাচ্ছে তদন্তকারীদের। বিদেশে তৈরি আগ্নেয়াস্ত্র ভারতে বিক্রি নিষিদ্ধ। তাহলে কি অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত শাহজাহান। বাংলাদেশ থেকে ওই অস্ত্র আমদানি করেছিল সে?

শাহজাহানের কার্তুজের বিল খতিয়ে দেখে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, নিজেই দোকানে গিয়ে কার্তুজ কিনেছিল সে, না কি অন্য কাউকে পাঠিয়ে কার্তুজগুলি কলকাতা থেকে আনায় সে। সব মিলিয়ে শুক্রবারের তল্লাশি সন্দেশখালিকাণ্ডে শাহজাহানের বিপদ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।