আমতলীতে ১ হাজার ২৬৪ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান হলেন মিঠু মৃধা

বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম মিঠু মৃধা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

মোটরসাইকেল প্রতীক নিয়ে ৭ হাজার ১৩৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মোতাহার উদ্দিন মৃধা পেয়েছেন ৫ হাজার ৮৬৯ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন আবুল বশার নয়ন মৃধা অটোরিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪৬২ভোট। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১হাজার ২৬৪ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। আমতলী উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলম। রোববার রাত সারে ১০টায় ভোট গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন আমতলী উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তা সেলিম রেজা। 

তিনি বলেন, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের মধ্য দিয়ে আমতলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জাহিদুল ইসলাম মিঠুকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলম সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবাধ ও সুস্থভাবে সহযোগিতা করার জন্য সকল আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের ধন্যবাদ জানান।



শাকিল/সাএ