Chinese Teen Use To Call Her Boyfriend 100 Times A Day Detected With Love Brain Bengali News

Chinese Teen Detected With Love Brain: সকালে ঘুম থেকে উঠে ফোন। রাতে ঘুমোতে যাওয়ার আগে ফোন। কিন্তু সারাদিনে এই দুইবারই শুধু ফোন, তা নয়‌। দিনের মধ্যে আরও ১০০ বার ফোন চলতেই থাকে। আর এই ফোন করা হয় প্রেমিককে।  সম্প্রতি চিনের এমনই এক প্রেমিকার গল্প ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়‌‌। তবে শুধু ভাইরাল হওয়ার মধ্যে আটকে ছিল শিয়াউর কাহিনি। তাঁকে এর জেরে হাসপাতালে ভর্তি  করতে হয়‌। সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট অনুযায়ী, ১৮ বছর বয়সি ওই মেয়েটির মধ্যে ‘লাভ ব্রেন’ (Love brain mental issues) নামক একটি মানসিক সমস্যা ধরা পড়েছে। বর্তমানে তরুণীটি চিকিৎসাধীন। 

কবে থেকে শুরু এই সমস্যা ?

ঘন ঘন প্রেমিককে ফোন করা আর জানতে চাওয়া সে কোথায় রয়েছে। ধীরে ধীরে তরুণীর এই অভ্যাস বাড়তে থাকে। একটা সময় তা প্রায় অসহ্য হয়ে ওঠে প্রেমিকের কাছে। সব মেসেজের রিপ্লাইও দিতেন না তিনি। কিন্তু সেক্ষেত্রেও থামতেন শিয়াউ। ভিডিয়ো কল করে খোঁজ নেওয়ার চেষ্টা করতেন। তার আগেই দেখা যায়, তরুণীটি লাভ ব্রেনে  (Love brain) আক্রান্ত। এই মানসিক সমস্যার জেরে তাকে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কলেজে ভর্তি হওয়ার সময় থেকেই নাকি ঘটনার সূত্রপাত। সেই সময় নিজের বাড়ি ছেড়ে চলে আসেন শিয়াউ। অন্যদিকে প্রেমিকের সঙ্গে সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। 

লাভ ব্রেন রোগটি (Love brain syndrome) আদতে কী ?

লাভ ব্রেনকে মনোবিদরা একধরনের বাইপোলার পার্সোনালিটি ডিসঅর্ডার বলছেন। এছাড়াও, এটি একধরনের অবসেসিভ অর্থাৎ বাতিকগ্রস্ত আচরণ। কোনওকিছু নিয়ে অতিরিক্ত সচেতনতা থেকে এমনটা হয়। ওই জিনিসটি নিয়ে দুশ্চিন্তা ও উদ্বেগও কাজ করে মনের মধ্যে। 

লাভ ব্রেন (Love brain cause) কাদের মধ্যে দেখা যায় ?

এই ব্যাপারটি ব্যাখ্যা করে সংবাদমাধ্যমকে বলেন চিকিৎসক দু না। তাঁর কথায়, লাভ ব্রেন যাদের হয়,তাদের অনেকেরই পারিবারিক সমস্যা থাকে। পরিবারে প্রাথমিকভাবে যাদের খেয়াল রাখার কথা, তাদের থেকে বিপরীত কোনও ব্যবহার পেলে সম্পর্ক তলানিতে যায়। যার থেকে লাভ ব্রেন হওয়ার আশঙ্কা বাড়ে। প্রাথমিক খেয়াল রাখার দায়িত্বে বেশিরভাগ ক্ষেত্রেই থাকেন বাবা-মা। বাবা-মায়ের কথাই এখানে বলেন চিকিৎসক দু না।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন –  Dehydration For Sugar: গরমে এনার্জি পেতে মিষ্টি খাবার ? ডিহাইড্রেশন কি বাড়ছে এর জেরে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন