Kerala Bengali youth murder: বাঙালিদের থেকে তোলাবাজির প্রতিবাদ করায় কেরলে খুন পরিযায়ী ব্যবসায়ী

তোলাবাজির প্রতিবাদ করায় কেরলে নৃশংসভাবে খুন হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা। নিহত প্রকাশ মহালদার (৪০) মালদার মানিকচকের বাসিন্দা বলে জানা গিয়েছে। শনিবার সন্ধ্যায় করলের আলাপুঝা জেলার কায়ামকুলামে তাঁকে কুপিয়ে খুন করে এক আততায়ী। রবিবার ঘটনার খবর মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের লস্করপুর এলাকায় শোকের ছায়া। অভিযুক্তের শাস্তির দাবি করেছে মৃতের পরিবার।

আরও পড়ুন: সন্দেশখালিতে অস্ত্রের সঙ্গে কার্তুজের বিল হাতে পেলে CBI, খতিয়ে দেখছেন গোয়েন্দারা

পড়তে থাকুন: বেআইনি অস্ত্রের খবর কেন ছিল না পুলিশের কাছে? প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই

সংসার চালাতে কেরলে মাছ বিক্রি

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২ মাস আগে কাজের খোঁজে কেরলে যান প্রকাশবাবু। কিন্তু সেখানে কোনও শ্রমিকের কাজ জোগাড় করতে পারেননি তিনি। এর পর আলাপুঝা জেলার কায়ামকুলাম শহরে তিনি মাছ বিক্রি শুরু করেন। স্থানীয় আড়ত থেকে মাছ কিনে বিক্রি করতেন তিনি। শনিবার সন্ধ্যায় জাদু কৃষ্ণণ নামে স্থানীয় এক দুষ্কৃতী তাঁর ওপর সশস্ত্র অবস্থায় হামলা চালায় বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় প্রকাশকে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বাঙালিদের থেকে তোলাবাজির প্রতিবাদ করায় খুন

ঘটনার খবর পেয়েই ৪ যুবককে আটক করে কেরল পুলিশ। রাতেই মূল অভিযুক্ত জাদু কৃষ্ণণকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, এলাকার বাঙালি ব্যবসায়ীদের থেকে তোলা তুলত অভিযুক্ত। প্রকাশ মহালদার তার প্রতিবাদ করায় শনিবার বিকেলে তাঁর সঙ্গে বিবাদ বাধে অভিযুক্তের। এর পর ধারালো অস্ত্র দিয়ে প্রকাশকে কোপাতে থাকে সে।

আরও পড়ুন: টোটোচালক থেকে প্রভাবশালী, শাহজাহানের শাগরেদ আবু তালেবকে তন্ন তন্ন করে খুঁজছে CBI

মালদার মানিকচকের লস্করপুরে রবিবার খবর পৌঁছতেই শোকের ছায়া নামে। বাড়িতে মা – বাবা, স্ত্রী ও তিন সন্তান রয়েছে প্রকাশবাবুর। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন তিনি। ছেলের দেহ বাড়িতে ফেরাতে আপাতত চেষ্টা চালাচ্ছেন প্রকাশবাবুর বাবা। অপরাধীর কঠিন সাজা দাবি করেছেন তিনি।