Old womwn murder: নাবালককে বকাবকি করায় চরম শাস্তি দিল পরিবার, পান্ডুয়ায় বৃদ্ধাকে পিটিয়ে খুন

নাবালককে শাসন করার জন্য বকাবকি করেছিলেন বৃদ্ধা। কিন্তু, বকাবকি করতে যাওয়ায় কাল হল। পালটা বৃদ্ধার ওপরেই চড়াও হল নাবালকের পরিবারের সদস্যরা। তাকে বেধড়ক মারধর করা হল। ঘটনায় আঘাত সইতে না পেরে মারা গেলেন বৃদ্ধা। এমন ঘটনার জেরে চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকা।  ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়া ব্লকের বিলসরা গ্রাম। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:নাগেরবাজারে বৃদ্ধা খুনে তীব্র আলোড়ন, নেপথ্য রহস্য খুঁজতে তদন্তে পুলিশ

জানা গিয়েছে, ওই বৃদ্ধার নাম সন্ধ্যারানী ক্ষেত্রপাল। তাঁর বয়স ৬১ বছর। তিনি বিলসরা গ্রামেরই বাসিন্দা। বৃদ্ধার পরিবার এবং কিছু স্থানীয়দের তরফে অভিযোগ তোলা হচ্ছে। এই গ্রামেরই বাসিন্দা ওই নাবালক প্রতিদিনই তাকে নানাভাবে উত্যক্ত করত। শনিবারও বৃদ্ধাকে দেখে উত্যক্ত করেছিল নাবালক। তাতে বেজায় ক্ষেপে গিয়েছিলেন বৃদ্ধা। রেগে তিনি তিনি নাবালকে বকাবকি করার পাশাপাশি কিছু অশ্লীল শব্দ প্রয়োগ করেছিলেন। তবে সেই সময়কার মতো বিষয়টি মিটে যায়। এরপর বিকেলে ঘটে বিপত্তি। নাবালক ওই বৃদ্ধার কথা তার পরিবারের সদস্যদের জানায়। তাতে বৃদ্ধার ওপর বাড়ির সকলে চটে যায়। এরপর নাবালকের পরিবারের সদস্যরা বৃদ্ধার উপর চড়াও হয়। তাকে বেধড়ক মারধর করে। 

বয়স্কজনিত কারণে দুর্বল শরীরে মারধরের আঘাত বেশিক্ষণ সইতে পারেননি বৃদ্ধা। কিছুক্ষণের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তড়িঘড়ি গ্রামের অন্যান্য লোকজন বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সেখানে পৌঁছয় পান্ডুয়া থানার পুলিশ। এই ঘটনায় অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। তবে শেষ খবর অনুযায়ী এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: ঘরের মধ্যেই বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার, রহস্য হরিদেবপুরে

উল্লেখ্য, গত বছর বনগাঁয় এক বৃদ্ধাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল। জানা যায়, এক বিজেপি সমর্থক কিছু দুষ্কৃতীর মত্ত অবস্থায় স্থানীয়দের গালিগালাজ ও মারধর করার প্রতিবাদ করেছিলেন। তার বদলা নিতে ওই বিজেপি সমর্থকদের মাকে পিটিয়ে খুন করা হয়। সেই ঘটনায় মূল অভিযুক্ত সমীর মল্লিকের বাড়িতে ভাঙচুর চালিয়েছিলেন স্থানীয়রা।  পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।