Road accident: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে আশঙ্কাজনক বিশ্বভারতীর অধ্যাপক, মৃত্যু স্ত্রী-মেয়ের

ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের পরিবার। ঘটনায় মৃত্যু হয়েছে অধ্যাপকের স্ত্রী এবং মেয়ের। গুরুতর আহত হয়েছেন অধ্যাপক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ওই অধ্যাপকের নাম শান্তনু জানা। দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের, শোক সইতে না কয়েক ঘণ্টার মধ্যেই আত্মঘাতী প্রেমিকা

জানা গিয়েছে, বিশ্বভারতীর শিল্প সদনের ওই অধ্যাপক স্ত্রী এবং মেয়ের সঙ্গে ঝাড়খণ্ডের দুমকা গিয়েছিলেন। সেখান থেকে শনিবার বিকেলে তিনি স্ত্রী পুষ্পলতা এবং মেয়ে সুপ্রীতির সঙ্গে চারচাকা গাড়িতে করে ফিরছিলেন। সেই পথে ঝাড়খণ্ডের রানীশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে অধ্যাপকের গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি পোলে ধাক্কা মারে অধ্যাপকের গাড়ি। তার জেরে গাড়ির সামনের অংশটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। পুলিশের অনুমান, গাড়ির গতিবেগ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল। যার ফলে ধাক্কার অভিঘাতে গাড়ির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি স্থানীয় মানুষজন এবং পুলিশ সেখানে পৌঁছে তাঁদের গাড়ি থেকে একে একে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। তবে অধ্যাপকের স্ত্রী এবং মেয়েকে বাঁচানো সম্ভব হয়নি। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে, অধ্যাপককে দুর্গাপুরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তবে অধ্যাপকের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: পথ দুর্ঘটনার কবলে বারাসতের তৃণমূল কংগ্রেস প্রার্থী, কাকলির মাথায় গুরুতর চোট

এদিকে, এই দুর্ঘটনার খবর পেয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক এবং শিক্ষা কর্মীরা হাসপাতালে ছুটে যান। পাশাপাশি অধ্যাপকের পরিবারের অন্যান্য সদস্যরাও দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। এমন মর্মান্তিক দুর্ঘটনা শোকাহত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহল। কী কারণে এমন দুর্ঘটনা ঘটল? তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ধাক্কা মারার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অধ্যাপকের স্ত্রী ও মেয়ের। আরও জানা গিয়েছে, বিশ্বভারতীর ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য শান্তনু । পরিবারের এমন দুর্যোগে তাঁর পাশে দাঁড়িয়েছে অধ্যাপক সংগঠন।