IPL 2024: 1983 World Cup Winner Says Rinku Singh has to be a Certainty in the Squad

মুম্বই: চলতি আইপিএলে এখনও পর্যন্ত তাঁর ব্যাট সেভাবে কথা বলেনি। কিন্তু রিঙ্কু সিংহকে (Rinku Singh) টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) মঞ্চে দেখা পাওয়ার ব্যাপারে আশাবাদী অনেকেই। জাতীয় দলে অভিষেকের পর থেকে প্রতিটি ম্য়াচেই সুযোগ কাজে লাগিয়েছেন। আইপিএলেও দুর্দান্ত পারফর্ম করেছেন গত মরশুমে। তাই অনেকেই মনে করেন যে ম্য়াচ ফিনিশার হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এই মুহূর্তে রিঙ্কুর জুড়ি মেলা ভার। আর সেই তালিকায় এবার রয়েছেন কৃষ্ণমাচারি শ্রীকান্তও।

এক সাক্ষাৎকারে তিরাশির বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, ”আমার মনে হয় রিঙ্কু নিঃসন্দেহে ১৫ সদস্যের দলে ঢুকে পড়বে। এবারের আইপিএলে ও সেভাবে ব্যাটিং করার সুযোগ পায়নি। কিন্তু ওর আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ার পর থেকে রেকর্ডের দিকে চোখ রাখলে ছবিটা বোঝা যাবে পরিষ্কার ভাবে। দুর্দান্ত ট্র্যাক রেকর্ড ওর। দক্ষিণ আফ্রিকায় ও সুযোগ পেয়ে দারুণভাবে তা কাজে লাগিয়েছিল। ঘরের মাঠেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দারুণ ব্যাটিং করেছে। তাই রিঙ্কু আমার ১৫ সদস্যের স্কোয়াডে অবশ্যই থাকবে।”

শ্রীকান্ত আরও বলেন, ”এবারের আইপিএলে রিঙ্কু সেভাবে সুযোগ পায়নি ব্যাটিংয়ের। কিন্তু পুরনো রেকর্ড দেখতে হয়। ও কতটা ফিট তা দেখতে হবে। কতটা ভয়ঙ্কর ব্যাটিং করতে পার, সেটা ও আগেই দেখিয়েছে। আমি তাই মনে করি ওর ভিসা পাওয়া উচিত। আর আমেরিকার বিমানে ওকে দেখতে চাই। আমার ১৫ সদস্যের স্কোয়াডে রিঙ্কু থাকবেই।”

উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এদিন ঘরের মাঠে কেকেআর নেমেছিল। সেখানে ১১ রান করেই আউট হন রিঙ্কু। গত মরশুমে আইপিএলে কেকেআরের জার্সিতে ৪৭৪ রান করেছিলেন। চারটি অর্ধশতরানও ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১৫ ম্য়চ খেলে ৩৫৬ রান করেছেন এই বাঁহাতি। সাতবার নট আউট ছিলেন তার মধ্যে। স্ট্রাইক রেট ১৭৬.২৩। 

বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি ওপেনার ম্য়াথু হেডেনও মনে করেন যে আইপিএলের মত মঞ্চ থেকে অনেক তরুণ প্রতিভা উঠে আসছে। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়ে তা দারুণভাবে কাজেও লাগাচ্ছে তারা। যশস্বী জয়সওয়ালের নামও নিয়েছেন হেডেন। ঘরোয়া ক্রিকেটের পর আইপিএলের মঞ্চেও রাজস্থানের জার্সিতে ধারাবাহিক ভাল পারফর্ম করে সুযোগ পেয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। রিঙ্কুও সেই তালিকায় পড়েন। 

আরও পড়ুন: দৌড়ে কে এগিয়ে, কে পিছিয়ে? মঙ্গলবারই কি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল ঘোষণা?

আরও দেখুন