IPL 2024: Mayank Yadav declared fit, set to play against Mumbai Indians get to know

লখনউ: আইপিএলে অভিষেকেই নজর কেড়েছেন ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। দেড়শোর কাছাকাছি গতিতে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। আরসিবি ও পাঞ্জাবের বিরুদ্ধে তিনটি করে উইকেট নিয়েছিলেন। গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে এক ওভার বল করেই চোটের জন্য় মাঠ ছেড়েছিলেন ময়ঙ্ক (Mayank Yadav)। এরপর থেকে এখনও পর্যন্ত আর মাঠে নামতে পারেননি দ্রুত গতির পেসার। তবে লখনউয়ের পরের ম্য়াচ মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে। আর সেই ম্যাচেই হয়ত ২২ জে ফিরছেন ময়ঙ্ক। তাঁকে পুরো ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছে।

লখনউ সুপারজায়ান্টসের বোলিং কোচ মর্নি মর্কেল ময়ঙ্কের ফিট হয়ে ওঠার নিশ্চয়তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ”ময়ঙ্ক সবরকম ফিটনেস টেস্টে পাশ করে গিয়েছে। ও দারুণ ছন্দেও রয়েছে। নেটে বোলিং করছে ধারাবাহিকভাবে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার জন্য মুখিয়ে আছে ময়ঙ্ক।” একানা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যেবেলা অনুশীলনেও দেখা গিয়েছে ময়ঙ্ককে।

 


লখনউ সুপারজায়ান্টস এখনও পর্যন্ত ৯ ম্য়াচ খেলেছে। পাঁচ ম্য়াচে তার মধ্যে জয় ছিনিয়ে নিয়েছে। ৪ ম্যাচ হেরে গিয়েছে তারা। ১০ পয়েন্ট ঝুলিতে পুরে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছে কে এল রাহুলের দল। ময়ঙ্ক দলে ঢুকলে নিঃসন্দেহে দলের বোলিং ডিপার্টমেন্ট অনেক বেশি শক্তিশালী হবে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে মাত্র এক ওভার বল করে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। তখন থেকেই তাঁর চোট নিয়ে জল্পনা ছড়িয়েছিল। অনেকে বলাবলি করছিলেন, তরুণ ফাস্টবোলারের সাইডস্ট্রেন হয়েছে। এক্সপ্রেস গতিতে বল করা যে কারও জন্য যে চোট খুব স্বাভাবিক। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস ম্যাচ জিতে নেয়। ময়ঙ্ক না থাকায় যশ ঠাকুর ধারাবাহিকভাবে সুযোগ পেয়েছিলেন ম্য়াচগুলোয় কিন্তু বোলিং লাইন আপ কিছুটা দুর্বল মনে হয়েছে লখনউয়ের। চেন্নাই য়ের বিরুদ্ধে দুবারই জয় ছিনিয়ে নিয়েছে এলএসজি। কিন্তু সেবার ব্যাটিং লাইন আপের পারফরম্য়ান্স দলকে জয় এনে দিয়েছে। রান পেয়েছেন রাহুল, স্টোইনিস আগের ম্য়াচে হুডাও রান করেছেন। মুম্বইয়ের বিরুদ্ধে ময়ঙ্ক লখনউ দলে ঢুকলে কিন্তু রোহিত, হার্দিককে চাপ কিছুটা হলেও বাড়বে। 

আরও দেখুন