Madhyamik 2024 Result on HT Bangla: মাধ্যমিকের রেজাল্ট বেরোলেই ফোনে জানিয়ে দেবে HT বাংলা! আগেভাগে রেজিস্টার করুন

আগামী বৃহস্পতিবার (২ মে) মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে যে সাংবাদিক বৈঠক করে বৃহস্পতিবার সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলপ্রকাশ করা হতে চলেছে। তারপর সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। গত দু’বছরের মতো এবারও হিন্দুস্তান টাইমস বাংলায় দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট। 

আর রেজাল্ট যাতে একেবারে সঙ্গে-সঙ্গে দেখতে পায় পরীক্ষার্থীরা, সেজন্য বিশেষ উদ্যোগ নিয়েছে হিন্দুস্তান টাইমস বাংলা। পড়ুয়ারা আগেভাগেই হিন্দুস্তান টাইমস বাংলায় নিজেদের নাম রেজিস্টার করে রাখতে পারবে। সেই কাজটা করে রাখলে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার সঙ্গে-সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর এবং ইমেল আইডিতে অ্যালার্ট পৌঁছে যাবে। আর হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরে মাধ্যমিকের রেজাল্ট জেনে যাবে পড়ুয়ারা।

মাধ্যমিকের ফলাফল দেখার জন্য কীভাবে হিন্দুস্তান টাইমস বাংলায় রেজিস্টার করবেন?

১) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় আসতে হবে (bangla.hindustantimes.com)।

২) হোমপেজের বাঁ-দিকেই ‘পরীক্ষার রেজাল্ট’ আছে। তাতে ক্লিক করতে হবে।

৩) তাহলে একটি নয়া পেজ খুলে যাবে। সেখানে দুটি বিকল্প আছে। ’10th Board Results’ এবং ’12th Board Results’। মাধ্যমিক পরীক্ষার্থীদের ’10th Board Results’ লিঙ্কে ক্লিক করতে হবে। 

৪) সেই লিঙ্কে ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে। ওই নতুন পেজের একেবারে উপরেই ‘মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WB 10th Class Result)’ আছে। নীচে একটা ফর্মের মতো জায়গা রয়েছে। রোল নম্বর, নাম, মোবাইল এবং ইমেল আইডি দিয়ে ‘Submit’-এ ক্লিক করতে হবে। 

‘I accept the Terms & Conditions of this website and consent to receive marketing information’-তে ক্লিক করতে হবে না আর। কারণ সেই চেকবক্সে দাগ দেওয়া আছে। আর ক্লাসের ক্ষেত্রেও আগে থেকে দশম শ্রেণি লেখা রয়েছে। ফলে সেখানেও ক্লিক করতে হবে না। 

৫) ‘Submit’ করার পরে ‘তথ্য জমা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ’ দেখাবে। আর সেটা হলেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে সংশ্লিষ্ট মোবাইল নম্বর ও ইমেল আইডিতে অ্যালার্ট পাঠিয়ে দেবে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’।

মাধ্যমিকের রেজাল্ট জানতে হিন্দুস্তান টাইমস বাংলায় কীভাবে রেজিস্টার করবেন? —- রইল ডিরেক্ট লিঙ্ক – ক্লিক করুন এখানে

আরও পড়ুন: HS semester system marks division: উচ্চমাধ্যমিকের সেমেস্টারে কতগুলি সহজ প্রশ্ন থাকবে? কটা কঠিন হবে? জানাল সংসদ

রেজিস্টার না করলেও হিন্দুস্তান টাইমস বাংলা থেকে কি মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে?

অবশ্যই, কোনও পড়ুয়া যদি রেজিস্টার না করে রাখে, তাহলেও হিন্দুস্তান টাইমস বাংলা থেকে অনায়াসে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে। তবে অন্যদের মতো তার ফোন বা ইমেল আইডিতে অ্যালার্ট যাবে না। তাছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে।

আরও পড়ুন: Pass marks in HS Semester system: উচ্চমাধ্যমিকের সেমেস্টারে কত নম্বরে পাশ? কীভাবে যোগ হবে? নয়া নিয়ম জানাল সংসদ