আফগানদের বিশ্বকাপ দলে ৬ অলরাউন্ডার 

৬ অলরাউন্ডার নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সাজিয়েছে আফগানিস্তান। তাদের মধ্যে অধিনায়ক রশিদ খানও অন্তর্ভুক্ত। 

সম্মুখ সারির ব্যাটার হিসেবে রয়েছেন চারজন। তারা হলেন- ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান এবং উইকেটকিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ ও মোহাম্মদ ইশাক। শক্তিশালী স্পিন আক্রমণে রয়েঠেন মুজিব উর রহমান, নূর আহমেদ, রশিদ খান ও মোহাম্মদ নবী। 

ভারতে গত ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া টপ অর্ডার ব্যাটার হাশমতউল্লাহ শহীদীর এই দলে কোনও জায়গা হয়নি। 

বিশ্বকাপে আফগানিস্তান আছে ‘সি’ গ্রুপে। ৩ জুন প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ উগান্ডা। এই গ্রুপে আরও রয়েছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট িইন্ডিজ।

আফগানিস্তান স্কোয়াড: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নানগিয়াল খারোটি, মুজিব উর রহমান, নূর আহমেদ, নাভিন উল হক, ফজল হক ফারুকি ও ফরিদ আহমেদ মালিক। 

রিজার্ভ: সাবিদ আটাল, হযরতউল্লাহ জাজাই, সালিম সাফি।