‘‌আমার নাম ভাঙিয়ে জমির ব্যবসা করার চেষ্টা হচ্ছে‌’‌, উদয়নের পোস্টে তুমুল আলোড়ন

লোকসভা নির্বাচন এখন চলছে। তবে প্রথম দু’‌দফায় উত্তরবঙ্গের বেশিরভাগ আসনে ভোট হয়ে গিয়েছে। তৃতীয় দফায় মালদা উত্তর–দক্ষিণ আসনে নির্বাচন রয়েছে। এই আবহে জমির অবৈধ কারবারের অভিযোগ তুলে সোচ্চার হলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। জমির অবৈধ কারবার চালাচ্ছে কিছু অসাধু। কোচবিহারের সীমান্ত শহরে এই কারবার চলছে রমরমিয়ে। আর তাতে নাম জড়িয়ে দেওয়া হয়েছে মন্ত্রী উদয়ন গুহের। এমনই দাবি করেছেন দিনহাটার বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী লিখেছেন—‘জমি সংক্রান্ত কোনও সমস্যায় আমার কোনও মাথাব্যথা নেই। যারা আমার নাম ব্যবহার করছে তারা নিজের স্বার্থে করে।’

এদিকে জমি দুর্নীতি কোচবিহারের একটা বড় ইস্যু। আর সেখানে কৌশলে নাম জড়িয়ে দেওয়া হচ্ছে উদয়নের বলে দাবি তাঁর। বেশ কিছু অনুগামীও একই দাবি করেছেন। মন্ত্রীর নাম ব্যবহার কারা করছে?‌ এই নিয়ে প্রশ্ন উঠছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী এই বিষয়ে বলেন, ‘সবাই যে এই কাজে জড়িত এমন নয়। কিন্তু আমার কাছে খবর আছে, আমার নাম ভাঙিয়ে জমির ব্যবসা করার চেষ্টা হচ্ছে। তাই আগাম সতর্ক করেছি। আর সবাইকে জানিয়েও দিয়েছি এমন কথা কেউ বললে বিশ্বাস করবেন না। যিনি বিশ্বাস করছেন, দায়িত্ব তাঁর নিজের। নির্দিষ্ট করে কেউ আমাকে বা দলের কাছে অভিযোগ করলে, ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে এই অভিযোগ তোলার পরই উঠেছে নিশীথ প্রামাণিকের নামও। কারণ তাঁর হাতযশে এসব ঘটছে কিনা তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। তবে উদয়ন গুহ সরাসরি নাম নেননি নিশীথ প্রামাণিকের। উদয়ন গুহের সোশ্যাল মিডিয়া ‘পোস্ট’ নিয়ে এবার আক্রমণ করেছে বিজেপি। বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেছেন, ‘কারা বেআইনি জমির কারবার করছে সেটা নেতা–মন্ত্রীরা জানবেন না, এটা কেউ বিশ্বাস করবে না। আসলে ওই কারবারের কমিশন একাধিক জায়গায় যায়। এখন সব প্রকাশ্যে আসছে।’ তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, দিনহাটায় বিজেপি নেতারা অনেকেই বেআইনি জমির কারবার জড়িত।

আরও পড়ুন:‌ ‘‌১০০ পার করে গিয়েছি’‌, প্রথম দু’‌দফার ভোটের পর শাহের দাবি, নস্যাৎ করছে বিরোধীরা

এছাড়া সম্প্রতি দিনহাটার বোর্ডিংপাড়া এলাকায় একটি জায়গা বিক্রি হয়। সেই জমি বিক্রি নিয়ে এক তৃণমূল কংগ্রেস নেতার নাম সামনে আসে। তিনি আবার উদয়ন গুহের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। কিন্তু এসব কারবারে উদয়ন গুহ নেই। সেটাই এবার স্পষ্ট করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ফলে তাঁর নাম যাতে জড়ানো না হয় তাই এই পোস্ট। এই জমি কেনা–বেচার মধ্যে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। সেটাই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী জানতে পেরে সরব হন। আর এভাবেই মন্ত্রী নিজেই ভূমি সংস্কার অফিসে গিয়ে সতর্ক করেন। জমি কারবারের সঙ্গে কারা জড়িত?‌ এই প্রশ্নের উত্তর খুঁজতে বলেছেন উদয়ন গুহ।