Gold recovered: মাঝ আকাশে সংজ্ঞাহীন যাত্রী, নাটকেও শেষ রক্ষা হল না, ব্যাগ থেকে মিলল ১ কোটির সোনা

মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েছিলেন যাত্রী। তারজন্য জরুরি ভিত্তিতে বিমান অবতরণও করে বিমান। পরিস্থিতির কথা ভেবে তৎপরতার সঙ্গে যাত্রীকে হাসপাতালে নিয়ে যেতেও উদ্যোগী হয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু, তারপরে যে বিষয়টি সামনে আসল তা কার্যত অবাক করে দিল কর্তৃপক্ষ থেকে শুরু করে শুল্ক দফতরের আধিকারিকদের। যাত্রীর ব্যাগে মিলল কোটি টাকার সোনা। অসুস্থতার নাটক করে শেষ রক্ষা হল না। ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: যাত্রীর মোজা থেকে উদ্ধার ২১ লক্ষ টাকার সোনা, কলকাতা বিমানবন্দরে আলোড়ন

জানা গিয়েছে, মহিলা যাত্রীর নাম রনিতা রায়। তিনি ব্যাংকক থেকে ইন্ডিগোর ৬ই১০৫৮ বিমানে করে কলকাতায় আসছিলেন। বিমানে ওঠার পর সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু, কলকাতার কাছাকাছি পৌঁছতেই ঘটে বিপত্তি। মাঝ আকাশে মহিলা যাত্রী দাবি করেন, তিনি অসুস্থ বোধ করছেন। এর পরে বিমানের ভিতরেই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। ঘটনায় বিষয়টি বিমানের কেবিন ক্রু সদস্যদের নজরে আসতেই তারা এ বিষয়ে পাইলটকে জানান। 

বিষয়টির গুরুত্ব বুঝে নিয়ম মেনে বিমানটিকে জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন চালক। এর জন্য কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে তিনি যোগাযোগ করেন। মেডিক্যাল ইমারজেন্সি দেখিয়ে জরুরি ভিত্তিতে অবতরণের জন্য অনুমতি চান চালক। সেইমতো বিমানটিকে জরুরি অবতরণের জন্য অনুমতি দেওয়া হয়।

এদিকে, যাত্রীর অসুস্থতার খবর পেয়ে আগে থেকে বিমানবন্দরে নিযুক্ত ছিল মেডিক্যাল টিম। বিমানটি অবতরণ করতেই তারা যাত্রীর শারীরিক পরীক্ষা করেন  শেষে তারা ওই যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে রেফার করেন। সেই মতো যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়েছিল। এতদূর পর্যন্ত যাত্রীর পরিকল্পনা ঠিকঠাক থাকলেও এরপরই আসল তথ্য প্রকাশ্যে আসে। 

সংজ্ঞাহীন যাত্রীর আচরণ দেখে শুল্ক দফতরের আধিকারিকদের সন্দেহ হয়। তখন তারা জানান, বিমানবন্দরেই তার চিকিৎসা হবে। কিছুক্ষণের মধ্যে মহিলার জ্ঞান ফেরে। আর তারপরে হাতেনাতে ধরা পড়েন ওই যাত্রী। আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন ব্যাংকক থেকে চারটি সোনার বিস্কুট নিয়ে আসছিলেন। এগুলি ওজন প্রায় আড়াই কিলো এবং বাজার দর প্রায় ১ কোটি ৮৭ লক্ষ। 

জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তিনি মাসে তিনবার বিদেশ ভ্রমণ করেছেন। এই অবস্থায় এর আগেও তিনি সোনা পাচার করেছেন বলে অনুমান আধিকারিকদের। আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। তিনি কোথায় সোনা নিয়ে যাচ্ছিলেন? কারা এর সঙ্গে জড়িত? সে সমস্ত বিষয়ে তথ্য জানার চেষ্টা করছেন আধিকারিকরা।