Pakistan moon mission: শুক্রবারই উৎক্ষেপণ, চিনের কাঁধে চেপে চাঁদের কক্ষে যান পাঠাচ্ছে পাকিস্তান

ভারতের চাঁদের মাটিতে অবতরণের পর বছর ঘুরতে না ঘুরতে চাঁদে যাচ্ছে পাকিস্তান। শুক্রবার সেদেশের কৃত্রিম উপগ্রহ আইকিউব – কিউ চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে। তবে পাকিস্তানের প্রায় গোটা প্রকল্পটিই হয়েছে চিনের বদান্যতায়। এমনকী চিনা রকেটে করে চিনের মাটি থেকেই চাঁদের উদ্দেশে রওনা দেবে পাকিস্তানের চন্দ্রযান।

আরও পড়ুন: আগামিকাল মাধ্যমিকের রেজাল্ট! কখন বেরোবে? কোন সময় অনলাইনে দেখাবে? কীভাবে দেখবেন?

পড়তে থাকুন: শাহজাহানের ভাই সিরাজের বাড়িতে CBI, তলবের নোটিশ দেওয়ালে সেঁটে এলেন গোয়েন্দারা

পাকিস্তানের চন্দ্রাভিযান

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনে জানানো হয়েছে, সব ঠিক থাকলে শুক্রবার চিনা হাইনান প্রদেশের স্থানীয় সময় ১২টা ৫০ মিনিটে চিনে তৈরি চ্যাংয়ে – ৬ মিশনের অংশ হিসাবে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করবে পাকিস্তানের উপগ্রহটি। পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সুপারকো চিনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কৃত্রিম উপগ্রহটি তৈরি করেছে। উপগ্রহটিতে রয়েছে ২টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা। যা দিয়ে চাঁদের নিখুঁত ছবি তোলা সম্ভব।

চ্যাংয়ে – ৬ মিশনের মাধ্যমে চাঁদের অন্ধকার দিক থেকে ধূলা ও পাথরের নমুনা পৃথিবীতে ফেরত আনতে চায় চিন।

আরও পড়ুন: আবু তালেবের বাড়ি থেকে বাজেয়াপ্ত ব্যাগে আরও ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র পেল CBI

ভারতের চন্দ্রবিজয়

গত বছর চাঁদের মাটিতে চন্দ্রযান ৩ অবতরণ করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চাঁদের মাটিতে নিয়ন্ত্রিত অবতরণ করে ভারত। ভারতীয় মহাকাশসংস্থা ইসরোর বিজ্ঞানীদের নিরলস চেষ্টায় গর্বের দিন পায় দেশবাসী। তার পরই ভারতের সঙ্গে প্রতিবেশী দেশ পাকিস্তানের তুলনা শুরু করেন অনেকে। একই সঙ্গে স্বাধীন হলেও ভারত মহাকাশ গবেষণার মতো ক্ষেত্রে কী করে পাকিস্তানের থেকে এত এগিয়ে গেল তা নিয়ে প্রশ্ন ওঠে পড়শি দেশের অন্দরেও। সেই চাপের মুখেই কি চিনের প্রযুক্তি ব্যবহার করে নিজেদের নামে চাঁদের কক্ষে যান পাঠাচ্ছে পাকিস্তান? উঠছে প্রশ্ন।