কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১

কেনিয়াজুড়ে বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৮১ জনে দাঁড়িয়েছে। বন্যার কারণে গত মার্চ থেকে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ। বুধবার (১ মার্চ) দেশটির সরকার এবং রেড ক্রস এই তথ্য জানিয়েছে। বৃষ্টি ও বন্যায় প্রতিবেশী তানজানিয়া এবং বুরুন্ডিতে আরও কয়েক ডজন নিহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মুষলধারে বৃষ্টি এবং বন্যার কারণে কেনিয়ায় বাড়িঘর, রাস্তা, সেতু এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়েছে। দেশটিতে মৃতের এই সংখ্যা গত বছরের শেষের দিকে এল নিনোর আবহাওয়ার কারণে সৃষ্ট বন্যার থেকেও বেশি।

কেনিয়া রেড ক্রস সাউথ রিফ্ট এর আঞ্চলিক ব্যবস্থাপক ফেলিক্স মাইয়ো বলেছেন, দেশটির মধ্যাঞ্চলীয় মাই মাহিউ শহরে সোমবার আকস্মিক বন্যায় অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার ধ্বংসাবশেষ থেকে আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়।

এর আগে, ওইদিন সরকারের মুখপাত্র আইজ্যাক মাওয়ারা বলেছিলেন, মৃতের সংখ্যা ১০ থেকে বেড়ে ১৭৯ জনে দাঁড়িয়েছে।