Karnataka student murder: প্রয়োজনে CBI তদন্ত হবে, কর্ণাটকে ছাত্রী খুনে কংগ্রেস নেতার বাবাকে আশ্বাস শাহর

কর্ণাটকের হুব্বালি ধারওয়াড় পুরসভার কংগ্রেস কাউন্সিলরের কন্যাকে কলেজ ক্যাম্পাসে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় লাভ জিহাদের অভিযোগ তুলেছিলেন মৃত ছাত্রীর বাবা তথা কংগ্রেস কাউন্সিলর নিরঞ্জন হিরেমথ। আর এবার ভোটের মধ্যেই ওই কংগ্রেস কাউন্সিলরের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার তিনি কংগ্রেস কাউন্সিলরের সঙ্গে দেখা করে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন। 

আরও পড়ুন: ‘আমার ছেলে যা করেছে…’ বলছেন অভিযুক্তের মা, কর্ণাটকে লাভ জেহাদ? হিন্দু তরুণীকে খুন

গত ১৮ এপ্রিল ধারওয়াড়ে কলেজ ক্যাম্পাসে নেহা হিরেমথকে ছুরি দিয়ে আঘাত করে খুন করা হয়। তাঁর প্রাক্তন সহপাঠী ফৈয়জ খোনডুনায়েকের বিরুদ্ধে এই খুনের অভিযোগ ওঠে। খুনের সেই দৃশ্য ধরা পড়ে সিসিটিভিতে। ঘটনার পরেই তীব্র আলোড়ন ছড়িয়ে পড়ে কর্ণাটকের শিক্ষা মহল থেকে শুরু করে রাজনীতিতে। অভিযুক্ত যুবক এবং নিহত ছাত্রী ভিন ধর্মের হওয়ায় ঘটনায় লাভ জিহাদের তত্ত্ব উঠে আসে। বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এবং হিন্দুত্ববাদী সংগঠন এই ঘটনায় জোরদার আন্দোলনে নেমে পড়ে। তারা ন্যায়বিচারের দাবিতে এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে।

অমিত শাহের সঙ্গে দেখা করার পরে নিরঞ্জন হিরেমথ জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন যে ন্যায়বিচার করা হবে। তিনি বলেছেন, প্রয়োজনে এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে।

নিরঞ্জন বলেছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসেছিলেন এবং আমরা তাঁর সঙ্গে দেখা করেছি। আমি তাঁকে একটি স্মারকলিপি জমা দিয়েছি। তাঁকে অভিযোগের একটি প্রতিলিপি এবং এফআইআরের কপি জমা দিয়েছি। এই ধরনের ঘটনার জন্য ভারতীয় দণ্ডবিধিতে পরিবর্তন আনার জন্য একটি আবেদন পত্র জমা দিয়েছিলাম।’

অমিত শাহকে এই ধরনের মামলায় মৃত্যুদণ্ড নিশ্চিত করার আবেদন জানিয়েছেন কন্যাকে হারানো কংগ্রেস কাউন্সিলর। তিনি বলেন, ‘আমি অনুরোধ করেছি যে এই ধরনের মামলাগুলি ৯০ দিন বা ১২০ দিনের মধ্যে শেষ করা উচিত এবং এই ধরনের মামলাগুলিতে মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য তাঁকে অনুরোধ করেছি।’ তিনি আরও জানান, ঘটনায় সিআইডি তদন্তের বিষয়ে তিনি অমিত শাহকে জানিয়েছিলেন। মামলার অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। নিরঞ্জন বলেন, ‘তিনি (অমিত শাহ) আমাকে আশ্বস্ত করেছেন যে আমরা ন্যায়বিচার পাব এবং এও বলেছেন যে তিনি আমাদের সঙ্গে আছেন।’