WBBME Madrasah Result 2024 Today: রাত টপকালেই রেজাল্ট! কীভাবে হাই-মাদ্রাসা, ফাজিল, আলিমের রেজাল্ট দেখা যাবে?

আর একটা রাতের অপেক্ষা। তারপরই প্রকাশিত হবে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট। শুক্রবার দুপুর দুটোয় আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করা হবে। সেই বৈঠক থেকেই আনুষ্ঠানিকভাবে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে বলে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে। তারপর দুপুর ২ টো ৩০ মিনিট থেকে ওয়েবসাইটে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। www.wbbme.org এবং www.wbresults.nic.in-তে গিয়ে পড়ুয়ারা নিজেদের রেজাল্ট দেখতে পারবে।

আরও পড়ুন: Balurghat shines in Madhyamik Result: ১ জন তৃতীয়, সপ্তম ৩ জন- মাধ্যমিকের মেধাতালিকায় বালুরঘাটের ৬ পড়ুুয়া, কারা কারা?

কীভাবে হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল দেখা যাবে?

১) www.wbresults.nic.in-তে যেতে হবে।

২) হোমপেজের শুরুতেই একটি লিঙ্ক দেখতে পারবেন। ‘Result of High madrasah, Alim and Fazil Examination-2024, Results published on Thursday, the 3rd May 2024 at 2.30 PM’ লেখা লিঙ্ক আছে। তাতে ক্লিক করতে হবে।

৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে হাই-মাদ্রাসা, আলিম বা ফাজিল পরীক্ষার্থীদের রোল নম্বর (Enter Your Roll No) দিতে হবে। নীচেই ‘Enter Captcha’-র জায়গা আছে। তাতে ক্যাপচা লিখে ক্লিক করতে হবে।

৪) তাহলেই স্ক্রিনে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। যা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখতে পারবে পরীক্ষার্থীরা।

আরও পড়ুন: Madhyamik Result 2024: সন্তান মাধ্যমিক দেবে? সাফল্যের গোপন পথ জানিয়ে দিল প্রথম স্থানাধিকারী, ফল মিলবে হাতেনাতে!

কোথা কোথা থেকে হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট পাওয়া যাবে?

দিনের দিনই পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ করা হবে। কোন কোন ক্যাম্প অফিস থেকে হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ করা হবে, সেটার তালিকা দেখে নিন-

১) পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের কলকাতা অফিস (মৌলানা আবুল কালাম আজাদ ভবন, ডিডি-৪৫, সেক্টর-১, সল্টলেক, কলকাতা – ৭০০০৬৪)। 

২) পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উত্তরবঙ্গ আঞ্চলিক অফিস (সংখ্যালঘু ভবন, ত্রিতল, ডিজি রোড, মালদা)। 

৩) বহরমপুর বিতরণ কেন্দ্র (মুর্শিদাবাদ)। 

৪) নদিয়া ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা (নদিয়া)। 

৫) সামসিয়া হাই-মাদ্রাসা (দার্জিলিং)। 

৬) কারিশাল এক্রামিয়া হাই-মাদ্রাসা (কোচবিহার)। 

৭) পরমহংসপুর বরকাতিয়া হাই-মাদ্রাসা (পূর্ব মেদিনীপুর)। 

৮) এস এম আই হাই মাদ্রাসা (পশ্চিম মেদিনীপুর)। 

৯) বর্ধমান হাই-মাদ্রাসা (বর্ধমান)। 

১০) কেঁথারডাঙা হাই-মাদ্রাসা (বাঁকুড়া)। 

১১) হামিদিয়া হাই-মাদ্রাসা (বীরভূম)।

আরও পড়ুন: Madhyamik 2024 Toppers List: মাধ্যমিকের প্রথম দশে ৫৭ জন! কোন স্কুলের কে কত নম্বর স্থানে আছে? রইল মেধাতালিকা