দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা

আইসিসির দুর্নীতি বিরোধী আচরণবিধি লংঘনের দায়ে আগেই সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন ডেভন থমাস। ক্যারিবিয়ান ব্যাটারকে এবার সব ফরম্যাটে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

ম্যাচ ‘পাতাতে উৎসাহ’ দেওয়াসহ সাতটি অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। থমাস সেগুলো স্বীকারও করেছেন। তিনটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে আচরণবিধি ভঙ্গ করেছেন থমাস। এগুলো হলো- লঙ্কা প্রিমিয়ার লিগ, আবুধাবি টি টেন ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ।

থমাসের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে সবচেয়ে গুরুতর যেটি ছিল তা হলো- ম্যাচ পাতানোর চেষ্টা। সেটা ছিল ২০২১ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে। সেবার ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে একটি মাত্র ম্যাচই খেলেছিলেন তিনি। 

থমাস গত বছরের মে মাস থেকেই সাময়িকের জন্য নিষিদ্ধ ছিলেন। ফলে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে ২০২৩ সালের ২৩ মে মাস থেকে। পাশাপাশি নিষেধাজ্ঞার শেষ ১৮ মাস স্থগিত থাকবে বলে জানিয়েছে আইসিসি।

৩৩ বছর বয়সী থমাস একমাত্র টেস্ট খেলেছেন গত বছর ডিসেম্বরে। ২০০৯ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই ব্যাটার তিন ফরম্যাটে ৩৪ ম্যাচ খেলেছেন।