২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ

তাপদাহের কারণে রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলা এবং ঢাকা বিভাগের দুই জেলা, চট্টগ্রাম বিভাগের এক জেলা এবং রংপুর বিভাগের চার জেলার সব স্কুল বন্ধ থাকবে।

শুক্রবার (৩ মে) শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে চলমান তাপদাহের কারণে আবহাওয়া অধিদফতরের আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে খুলনা বিভাগের ১০ জেলা ও রাজশাহী বিভাগের ৮ জেলার সকল জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলা এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা, রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল শনিবার (৪ মে) বন্ধ থাকবে।

প্রসঙ্গত, শনিবার থেকে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকার কথা ছিলে। তবে তাপদাহের কারণে যেসব এলাকায় তাপমাত্রা বেশি সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।