ICC Mens T20 World Cup 2024 West Indies Squad Powell To Lead WI Team Check Full Squad Players List

নয়াদিল্লি: আর মাসখানেকও বাকি নেই। ১ জুন থেকেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর (ICC Men’s T20 World Cup 2024)। সেই বিশ্বকাপের জন্য ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতো দেশগুলি আগেই নিজেদের দল ঘোষণা করে দিয়েছিল। এবার দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ়ও। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশকে মেগা টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন রোভম্যান পাওয়েল (Rovman Powell)। 

চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন সুনীল নারাইন। তিনি অবসর নিলেও তাঁকে বিশ্বকাপের আগে প্রত্যাবর্তন ঘটানোর আর্জি জানিয়েছিলেন অনেক অনুরাগী। নারাইন সেই অনুরোধ ফিরিয়ে দেন। তিনি বিশ্বকাপ দলে নেই। তবে প্রাক্তন বিশ্বজয়ীদের দলে সুযোদ পেয়েছেন আরেক নাইট তারকা আন্দ্রে রাসেল। দলে ফিরেছেন শিমরন হেটমায়ারও।

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে চার ইনিংসে ৮৩ রান করেছেন হেটমায়ার। ফিনিশারের ভূমিকায় হেটমায়ার ১৮৪-র অধিক স্ট্রাইক রেটে রান করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে না খেললেও মেগা টুর্নামেন্টের জন্য তাঁকে দলে ফেরানো হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিশ্বকাপ দলে বড় চমক বলতে গাব্বার নায়ক শামার জোসেফের (Shamar Joseph) সুযোগ পাওয়া। তরুণ ফাস্ট বোলার এখনও পর্যন্ত একটিও আন্তর্জাতিক টি-টোয়োন্টি ম্যাচ খেলেননি। বিশ্বকাপের মতো বড় মঞ্চেই তাঁর অভিষেক হতে পারে।

 

তবে বিশ্বকাপের দলে জায়গা পাননি কাইল মায়ার্স। বাদ পড়েছেন ওশেন থমাসও। মায়ার্স এবং হেটমায়ারের মধ্যে কাকে দলে নেওয়া সেই নিয়ে দল নির্বাচনের সময় লম্বা আলোচনা হয় বলেই জানান ওয়েস্ট ইন্ডিজ়ের ডিরেক্টর অফ ক্রিকেট ডেসমন্ড হেইন্স।তবে তাঁরা শেষমেশ লোয়ার অর্ডারে বাড়তি ব্যাটিং বিকল্প নেওয়ার দিকেই ঝোঁকায় মায়ার্সের নয়, সুযোগ পান হেটমায়ার। তবে শামার জোসেফকে নিয়ে তাঁদের মনে যে কোনও দ্বিধা ছিল না, সেই কথাও স্পষ্ট করে দেন তিনি।   

দুইবারের বিশ্বচ্যাম্পিয়নার ২ জুন পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ ‘সি’-তে পাপুয়া নিউ গিনির পাশাপাশি উগান্ডা, নিউজ়িল্যান্ড, আফগানিস্তানও রয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ঠিক কী কারণে বিশ্বকাপ দলে ব্রাত্য রিঙ্কু, কেনই বা বাদ পড়লেন গিল, রাহুল? জানালেন আগরকর 

আরও দেখুন