IPL 2024 Rohit Sharma opens up on losing captaincy to Hardik Pandya in Mumbai Indians ahead of T20 World Cup

মুম্বই: আইপিএল (IPL 2024) শুরুর আগেই শোরগোল পড়ে গিয়েছিল একটা খবরে। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) তাদের অধিনায়ক করে দেয় হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya)। সেই হার্দিক পাণ্ড্য, যাঁকে একটা সময় রিটেন করেনি মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাত টাইটান্সে যোগ দিয়েছিলেন বঢোদরার অলরাউন্ডার।

গুজরাত টাইটান্সকে প্রথম মরশুমেই অধিনায়ক হিসাবে আইপিএল চ্যাম্পিয়ন করেন হার্দিক। পরের বার ফাইনালে তোলেন দলকে। ট্রেডিং উইন্ডো মারফত হার্দিককে দলে ফেরায় মুম্বই ইন্ডিয়ান্স। হাতে তুলে দেয় নেতৃত্বের মুকুট।

তারপরই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটে। অধিনায়ক হিসাবে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ-পাঁচটি আইপিএল ট্রফি দিয়েছেন রোহিত। তিনি ভারতীয় দলের অধিনায়কও। কোন যুক্তিতে তাঁকে নেতৃত্ব থেকে ছেঁটে ফেলা হল, সমালোচনার ঝড় ওঠে।

রোহিতের সঙ্গে হার্দিকের দূরত্ব তৈরি হয়েছে, এরকম খবরও ছড়িয়ে পড়ে। দুই তারকার পারস্পরিক রসায়ন নিয়ে মুচমুচে জল্পনায় ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া।

হার্দিকের কাছে নেতৃত্ব হারানো নিয়ে এই প্রথমবার মুখ খুললেন রোহিত। মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলের অধিনায়ক হিসাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই হার্দিকের কাছে নেতৃত্ব হারানো নিয়ে প্রশ্নবাণ ধেয়ে আসে রোহিতের দিকে।

রোহিত সোজাসাপ্টা বলে দেন, ‘জীবনে সব কিছু নিজের ইচ্ছা মতো হয় না। এটাই জীবন। সব মিলিয়ে এটা একটা দারুণ অভিজ্ঞতা।’

আইপিএলে হার্দিকের নেতৃত্বে খেলতে হচ্ছে রোহিতকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার তিনিই হার্দিকের অধিনায়ক থাকবেন। এ নিয়ে রোহিতের অনুভূতি ঠিক কী, জানতে চাওয়া হয়েছিল মুম্বইয়ের তারকার কাছে।

রোহিত সাফ বলে দেন, ‘আমি তো সব সময় অধিনায়ক ছিলাম না। অন্য অনেক অধিনায়কের অধীনেও খেলেছি। এটা আমার কাছে নতুন কিছু নয়।’

এবারের আইপিএলে ব্যাটার হিসাবে দারুণ ছন্দে রোহিত। দল হারছে, তবে ১০ ইনিংসে ৩১৪ রান করেছেন রোহিত। তাঁর কথায়, ‘প্লেয়ার হিসাবে আমার যা কর্তব্য, গত এক মাস ধরে সেটাই করার চেষ্টা করে যাচ্ছি।’                

হার্দিকের নেতৃত্বে খেলা যে আর পাঁচজন অধিনায়কের অধীনে খেলার চেয়ে আলাদা কিছু নয়, জানিয়ে দিয়েছেন রোহিত।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: কোহলির স্ট্রাইক রেট নিয়ে বিচলিত নন নির্বাচকরা, হার্দিক দলের অপিরহার্য অঙ্গ, সাফ জানালেন আগরকর 

আরও দেখুন