Sourav Ganguly and Jhulan Goswami take centre stage as Bengal Pro T20 league officially announced and trophy unveiled

সন্দীপ সরকার, কলকাতা: সময়ের আগে পৌঁছে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। অভিজাত হোটেলের ঝাঁ চকচকে বলরুমে আলো ঝলমলে মঞ্চ। কারুকার্য করা চোখধাঁধানো ট্রফি। অনুষ্ঠানে আগাগোড়া পেশাদারি মোড়ক। এক ফ্রেমে বাংলা তথা বিশ্ব ক্রিকেটের দুই কিংবদন্তি – সৌরভ ও ঝুলন গোস্বামী। সঙ্গে লক্ষ্মীরতন শুক্ল থেকে শুরু করে মনোজ তিওয়ারি – বাংলা থেকে জাতীয় দলে খেলা এরকম এক ঝাঁক ক্রিকেটার। আইপিএলে নজরকাড়া অভিষেক পোড়েলের মতো তরুণ। টুর্নামেন্টের ফাঁকে যিনি সময় বার করে হাজির হয়ে গিয়েছিলেন।

বঙ্গ ক্রিকেটে এরকম স্বর্ণালী সন্ধ্যা খুব কমই দেখা গিয়েছে। যা দেখা গেল শুক্রবার। বেঙ্গল প্রো টি-২০ লিগের (Bengal Pro T20) আনুষ্ঠানিক ঘোষণা ও ট্রফি উন্মোচনের মঞ্চে। সৌরভের হাতে যে টুর্নামেন্টের ট্রফি উন্মোচিত হবে, তা আগেই জানিয়েছিল এবিপি আনন্দ। সেই খবরেই অনুমোদন পড়ল শুক্রবার। বাইপাসের ধারে বিলাসবহুল হোটেলে ট্রফি উন্মোচন করলেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক। সঙ্গে ঝুলন, সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও অন্যান্য সিএবি কর্তারা, প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারেরা।

পুরুষ ও মহিলাদের আটটি করে দল নিয়ে হবে টুর্নামেন্ট। ১১ জুন থেকে শুরু হবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি। চলবে ২৮ জুন পর্যন্ত। সিএবি ও আরিভা স্পোর্টসের যৌথ উদ্যোগে ৮টি করে পুরুষ ও মহিলা দলকে নিয়ে হবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। শুক্রবার সবকটি দলের ফ্র্যাঞ্চাইজি সত্ত্ব কারা পেল, তাও ঘোষণা করা হল। জানানো হল প্রত্যেক দলের মার্কি প্লেয়ারদের নাম।

কলকাতা ও হুগলিকে নিয়ে কলকাতা রয়্যাল টাইগার্স দল কিনেছে লাক্স ইন্ডাস্ট্রিজ় ও শ্যাম স্টিল কনসর্টিয়াম। তাদের মার্কি প্লেয়ার অভিষেক পোড়েল ও মিতা পাল। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নিয়ে তৈরি হারবার ডায়মন্ডস কিনেছে জিডি স্পোর্টস। তাদের মার্কি প্লেয়ার মনোজ তিওয়ারি ও সুকন্যা পারিদা। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম নিয়ে তৈরি হয়েছে রশ্মি মেদিনীপুর উইজার্ডস। সেই দলের মালিকানা পেয়েছে রশ্মি গ্রুপ। অভিমন্যু ঈশ্বরণ ও রিচা ঘোষ হয়েছেন মার্কি প্লেয়ার। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং মিলিয়ে শিলিগুড়ি স্টাইকার্স দল কিনেছে সার্ভোটেক। তাদের মার্কি প্লেয়ার আকাশ দীপ ও প্রিয়ঙ্কা বালা। দুই বর্ধমান ও বীরভূম মিলিয়ে রাঢ় টাইগার্স দলের সত্ত্ব কিনেছে শ্রাচী স্পোর্টস। তাদের মার্কি প্লেয়ার শাহবাজ আমেদ ও তিতাস সাধু। হাওড়া, পুরুলিয়া ও বাঁকুড়া মিলিয়ে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স দল কিনেছে রাইস অ্যাডামাস গ্রুপ। অনুষ্টুপ মজুমদার ও ধারা গুজ্জর তাদের মার্কি প্লেয়ার। দুই দিনাজপুর ও মালদা মিলিয়ে মালদা সবিস্কো স্ম্যাশার্স কিনেছে সবিক্সো (সোনা বিস্কিট)। মুকেশ কুমার ও হৃষিতা বসু তাদের মার্কি ক্রিকেটার। প্রীতম ইন্ডাস্ট্রিজ ও জালান বিল্ডার্স মিলে কিনেছে মুর্শিদাবাদ ও নদিয়া জেলার দল মুর্শিদাবাদ কিংগ। সুদীপ ঘরামি ও দীপ্তি শর্মা তাদের মার্কি প্লেয়ার। 

সৌরভ বলেন, ‘২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, কেউ ভাবিনি এত সফল হবে। এত প্লেয়ার উঠে আসবে। বেঙ্গল প্রো টি-২০ থেকেও আশা করছি অনেক প্লেয়ার উঠে আসবে।’ ঝুলন বলেন, ‘মেয়েদের কাছে নিজেদের প্রতিভা চেনানোর সুযোগ।’ স্নেহাশিসের কথায়, ‘আইপিএলে আরও বাংলার ক্রিকেটার দেখা যাবে এবার। আমরা আশাবাদী।’

আরও পড়ুন: কেন টি-২০ বিশ্বকাপের দলে নেই রিঙ্কু? কারণ ব্যাখ্যা করে দিলেন সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন