WBBME Madrasah Result 2024: প্রকাশিত হল হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফল, অনলাইনে কীভাবে রেজাল্ট দেখবেন?

পশ্চিমবঙ্গের হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলপ্রকাশ করা হল। সাংবাদিক বৈঠকে করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। তবে এখনই অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবে না পড়ুয়ারা। তাদের দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘড়ির কাঁটা ২ টো ৩০ মিনিট ছুঁলেই www.wbbme.org এবং www.wbresults.nic.in থেকে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা।

হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার রেজাল্টের আপডেট

২০২৪ সালের হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল ঘোষণা করছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ।

কীভাবে অনলাইনে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট দেখতে হবে?

১) wbresults.nic.in-তে যেতে হবে।

২) হোমপেজেই ‘Latest Announcement’ আছে। সেটার ঠিক নীচেই থাকবে ‘Result of High madrasah, Alim and Fazil Examination-2024, Results published on Thursday, the 3rd May 2024 at 2.30 PM’। ওই লিঙ্কে ক্লিক করতে হবে পড়ুয়াদের।

৩) নতুন একটি পেজ খুলে যাবে। রোল নম্বর এবং ক্যাপচা দিয়ে ‘Submit’-এ ক্লিক করতে হবে। তাহলেই স্ক্রিনে রেজাল্ট দেখাবে।

আরও পড়ুন: CPIM member’s son ranks 3rd in Madhyamik: ডাকনাম ‘লেনিন’, বাবা CPIM-র হোলটাইমার, মাধ্যমিকে তৃতীয় উদয়ন হতে চায় ডাক্তার!