Agra Principal Thrashed Teacher For Late Attendance Viral video

Agra Principal Thrashed Teacher: কেন স্কুলে দেরি করে ঢুকেছেন শিক্ষিকা ? এই নিয়েই বচসা শুরু হয় ওই শিক্ষিকা ও প্রধান শিক্ষিকার মধ্যে। যা ধীরে ধীরে গড়ায় বাকযুদ্ধের দিকে। এর পর আর বাকযুদ্ধে কাজ হয়নি। ‘হাত থাকতে মুখে কেন’-র প্রচলিত লব্জকে সত্যি করে দুজনেই ময়দানে নেমে পড়েন। চুলোচুলি মারামারি শুরু হয়ে যায় দুজনের মধ্যে। সম্প্রতি এই গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আগ্রার একটি প্রাইমারি স্কুলের ঘটনা এটি। সেখানেই ভয়ঙ্কর মারামারি শিক্ষিকা ও প্রধান শিক্ষিকার মধ্যে।

মারামারি, চুলোচুলির আগের পর্ব

মারামারি, চুলোচুলির আগে বাকবিতণ্ডা দিয়েই শুরু হয়েছিল ঝামেলা। এই ঘটনার দিন স্কুলে দেরি করে ঢোকেন শিক্ষিকা। এর জেরে অ্যাটেন্ডেন্স নিয়ে গণ্ডগোল শুরু হয়। প্রধান শিক্ষিকা (agra principal thrashed teacher) সেই নিয়ে কথা শোনান শিক্ষিকাকে। পাল্টা ছেড়ে কথা বলেননি শিক্ষিকাটিও। তিনি বলেন,  আপনি তো নিজেই পরপর চার দিন স্কুলে দেরি করে ঢুকেছেন । এই  কথা বলতেই  খেপে ওঠেন দুজনে। তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে থাকে। কিন্তু সেটা আর বেশিক্ষণ চলেনি।

‘হাত থাকতে…’

খুব শিগগির মুখে যুদ্ধ করা বন্ধ করে হাতে কথা বলতে শুরু করেন দুজনে। প্রধান শিক্ষিকা তাঁর আসন থেকে উঠে এসে চোখ খামচে ধরেন শিক্ষিকার। অন্যদিকে শিক্ষিকাও প্রধান শিক্ষিকার পোশাক ধরে সবার সামনেই টান মারেন। ইতিমধ্যে একজন তরুণ শিক্ষক সেখানে ছুটে আসেন দুজনের মধ্যে লড়াই থামাতে। কিন্তু ততক্ষণে পোশাক ছিড়তে কসুর করেননি শিক্ষিকা। শিক্ষকের চেষ্টায় দুজনের মধ্য়ে লড়াই বন্ধ করা গেলেও সুরাহা হয়নি। শিক্ষক একটু সরে যেতেই ফের একে  অপরের উপর ঝাঁপিয়ে পড়েন। এই গোটা ঘটনার ভিডিয়া করেছেন আরেক শিক্ষিকা। তাঁর দৌলতেই এটি ভাইরাল (agra principle Video) হয় নেটদুনিয়ায়।

পুলিশে দুই পক্ষেরই অভিযোগ দায়ের 

প্রসঙ্গত, এই ঘটনার পর প্রধান শিক্ষিকা ও শিক্ষিকা দুই পক্ষই সিকান্দ্রা থানায় যান। একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে এখনও এই ঘটনায় কোনও মামলা দায়ের হয়নি। বর্তমানে পুলিশ পুরো ঘটনাটির তদন্ত করছে। ৩ মে ঝড়ের গতিতে এই ভিডিয়ো ভাইরাল হয় নেটদুনিয়ায়। 

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন – Rajasthan News: প্রেম করে বিয়ের ‘অপরাধে’ নাক কাটা গেল যুবকের

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন