Fake packged water: বিয়েবাড়ির জলের বোতলে ভাসছে মরা টিকটিকি, হাগু করতে করতে হাসপাতালে গেলেন কনেসহ ৭

বোতলবন্দি পানীয় জল নিয়ে সচেতনতার অভাব পণ্ড করে দিল একটা বিয়েবাড়ির আনন্দ। বিয়েবাড়িতে পানীয় জলের বোতলে পাওয়া গেল পচা টিকটিকি। সেই জল আবার খেয়ে ফেললেন কনেসহ ৭ জন। যার জেরে হাসপাতালে ভর্তি করতে হল তাঁদের। শুক্রবার এই ঘটনা শান্তিনিকেতন লাগোয়া মহল্লা গ্রামে। এই ঘটনায় জলের দোকানের সামনে বিক্ষোভ দেখান বিয়েবাড়ির সদস্যরা।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির শুনানিতে বড় মোড়, অকারণে মুখ্যসচিবকে ভর্ৎসনা করছিলাম: হাইকোর্ট

পড়তে থাকুন: বাংলায় হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রেখেছে তৃণমূল সরকার: নরেন্দ্র মোদী

জলের বোতলে টিকটিকি

শুক্রবার রাতে মহল্লা গ্রামে এক বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল। সেখানে অতিথিদের মধ্যে বিলি করার জন্য লাভপুরের তাঁতবান্দি গ্রামে একটি বোতলবন্দি জলের প্ল্যান্ট থেকে ১৭ পেটি ৫০০ মিলির বোতল নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠান চলাকালীন তার মধ্যে একটি বোতল থেকে জল খান কনে। জল খান পরিবারের আরও এক সদস্য। তাদের মধ্যে একজন হঠাৎ খেয়াল করেন, জল অস্বাভাবিক ঘোলা। তার মধ্যে ভাসছে আস্ত একটা মরা টিকটিকি। গরমে পচে জলের সঙ্গে মিশে গিয়েছে তার দেহের একাংশ।

অসুস্থ ৭

টিকটিকি উদ্ধারের খবর পেয়ে ওই বোতল থেকে যারা জল খেয়েছিলেন তাদের অনেকে অসুস্থ বোধ করতে শুরু করেন। সকাল থেকে শুরু হয় বমি ও পায়খানা। যার জেরে কনেসহ ৭ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। অসুস্থ এক ব্যক্তি জানান, জল খাওয়ার সময় পঁচা গন্ধ পেয়েছিলাম। কিন্তু বোতলবন্দি জল বেশি গুরুত্ব দিইনি। আরেকজন বলেন, জলটা বেশ টক টক ছিল। এই ঘটনায় শনিবার সকালে তাঁতবান্দি গ্রামে জলের দোকানে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান বিয়েবাড়ির লোকজন। দোকান মালিকের শাস্তির দাবি জানাতে থাকেন তাঁরা।

আরও পড়ুন: তৃণমূলে পদহারা কুণাল ঘোষের বিরুদ্ধে মুখ খুলে বোমা ফাটালেন পার্থ চট্টোপাধ্যায়

গত কয়েক বছরে রাজ্যের প্রায় সর্বত্র অনুমোদনহীন জলের প্ল্যান্ট ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। স্বাস্থ্যবিধি না মেনেই সেখানে বোতলবন্দি হচ্ছে জল। কম পয়সায় তাই কিনে খাচ্ছে সাধারণ মানুষ। বোতলবন্দি জলের প্রতি আস্থা থেকে নকল জলও চোখ বুজে খাচ্ছে তারা। যার জেরে নানা রকম পেটের সমস্যা দেখা যাচ্ছে। যদিও সামান্য কিছু টাকা বাঁচাতে স্বাস্থ্যের আপস করতে তৈরি অনেকেই।