Bangla Jokes Collection: আজ একটা নির্মল হাসির দিন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, শনিবারে থাকুন ফূর্তিতে

১। দুধ বহনকারী গাড়িটা অন্যগাড়ির সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেল। দুধে ভেসে গেল রাস্তা। ভিড় জমে গেল।

ভিড়ের মাঝ থেকে অমায়িক চেহারার এক ভদ্রলোক বেরিয়ে এসে দুধ বহনকারী গাড়ির ড্রাইভারকে বললেন, এ-জন্য নিশ্চয়ই তোমার মালিক তোমাকে দায়ী করবে। ক্ষতিপূরণ চাইবে।

: হ্যাঁ।

: তুমি তো গরিব। এত টাকা পাবে কোথায়? এক কাজ কর-এই আমি ৫ টাকা দিলাম, এখন অন্যান্যদের কাছ থেকে আরও কিছু-কিছু নিলে বোধহয় হয়ে যাবে তোমার। কিছুক্ষণের মাঝেই বেশ কিছু টাকা উঠে গেল। ভিড় কমে গেলে ভদ্রলোকটিও চলে গেলেন।

একজন পথিক আপন মনে বলে উঠল, কে এই ভদ্রলোক?

ড্রাইভার বলল, আমার মালিক।

(আরও পড়ুন: বৃষ্টির খবর আসতেই মন ভালো? তাহলে পড়ুন দিনের সেরা ৫ জোকস! সোমবারে থাকুন মজায়)

২। উকিল সাহেব হস্তদন্ত হয়ে বাড়ি ফিরলেন অনেক আগেই । উকিল গিন্নী অবাক হয়ে বললেন কোন দিকে চাঁদ উঠল আজ । এত সকাল সকাল সাহেব যে বাড়ি চলে এলেন । সে কথা পরে বলছি, উকিল সাহেব বললেন, আগে তোমার যাবতীয় কাপড় চোপড় আর গহনাগুলো শিগরীর তোমার বাপের বাড়ীতে রেখে আসোগে ।

আরো অবাক হয়ে গিন্নি বললেন, ওমা সে কি কেন ?

আজ এক অতি কুখ্যাত চোরকে বেকুসুর খালাস করিয়ে এসেছি। সে নাকি সন্ধের পর কৃতজ্ঞতা জানাতে হবে ।

(আরও পড়ুন: মাসের প্রথম দিন, তার উপর ছুটি! আজ দুপুরে গরম ভুলে একটু হাসুন, পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৩। ঝুম বৃষ্টি। এর মধ্যে প্রচণ্ড গতিতে যাচ্ছিল গাড়িটা। সঙ্গত কারণেই গাড়িটার পথ রোধ করে দাঁড়াল কর্তব্যরত ট্রাফিক পুলিশ।

পুলিশ: এই বেকুব! এই বৃষ্টিতে কেউ এত জোরে গাড়ি চালায়?

চালক: আমি তো গাড়ির ভেতর বসে আছি, গায়ে বৃষ্টির ছিটাফোঁটাও লাগছে না। বেকুব আমি— না যে বাইরে দাঁড়িয়ে বোকার মতো বৃষ্টিতে ভিজছে, সে?

(আরও পড়ুন: এবার কমবে গরম, মনেও থাকুক আনন্দ! পড়ুন দিনের সেরা ৫ জোকস, ফূর্তিতে কাটান দিন)

৪। টুরিস্ট: নদীতে নামতে পারি? কুমিরের ভয় নেই তো?

স্হানীয় লোক: নিশ্চিন্তে নামুন। এখন আর একটি কুমিরও নেই। গত দু’বছরে সব ক’টি কুমিরকে হাঙর খেয়ে ফেলেছে।

(আরও পড়ুন: উইকেন্ডের আগেই মজা শুরু! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, হাহা করে হাসুন এখন থেকেই)

৫। শিক্ষক: লেখো… ৫৫।

ছাত্র: লিখতে পারি না, স্যার।

শিক্ষক: একটা ৫-এর পাশে আর একটা ৫ লেখো।

ছাত্র: একটা তো লিখলাম, স্যার, আর একটা কোন পাশে লিখব?