CPM workers beaten: কল্যাণের সভায় দীপ্সিতাকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ করায় সিপিএম কর্মীকে মারধর

নির্বাচনী সভায় শ্রীরামপুরের বাম প্রার্থী দীপ্সিতা ধরকে নিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিছু মন্তব্য করেছিলেন। সেই মন্তব্য আপত্তিকর মনে হওয়ায় প্রতিবাদ জানিয়ে আক্রান্ত হলেন সিপিএম কর্মী। ঘরে ঢুকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আর এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে সিপিএম। অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালায়। ঘটনায় আক্রান্ত সিপিএম কর্মী কৌশিক দত্তকে হাসপাতালে ভরতি করা হয়। নিশ্চিন্দা থানার দুর্গাপুর সমবায় পল্লী এলাকায় এই ঘটনা ঘটেছে শুক্রবার রাতে।

আরও পড়ুন: TMC পার্টি অফিসে ঢুকে কাউন্সিলর ও তাঁর ছেলেকে মারধর, অভিযোগ দলের কর্মীর বিরুদ্ধে

সিপিএমের অভিযোগ, এদিন তৃণমূলের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয় দুর্গাপুরের অভয়নগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। সেই সভাতেই বামেদের আক্রমণ করতে গিয়ে দীপ্সিতাকে নিয়ে তিনি কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তখন কল্যাণের সভা থেকেই তার প্রতিবাদ জানান কৌশিক দত্ত। সেই সময় অবশ্য পরিস্থিতি উত্তেজিত হয়নি। তবে কল্যাণের সভা শেষ হয়ে যাওয়ার পর তৃণমূল কর্মীরা ওই এলাকারই বাসিন্দা কৌশিকের বাড়িতে যায় এবং তার উপরে হামলা চালায়। তাকে চড়, কিল, ঘুষি মারা হয় বলে অভিযোগ। এমনকী তার স্ত্রী বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়। পাশাপাশি তার বাড়িতে ভাঙচুর চালানো হয়।

এদিকে, ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন স্থানীয় পঞ্চায়েত প্রধান সোনালী চক্রবর্তী। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে পঞ্চায়েত প্রধান এই ধরনের হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, কৌশিক মত্ত অবস্থায় ছিল কল্যাণের সভায় তৃণমূল এবং তাদের প্রার্থীকে গালিগালাজ করছিলেন। তবে কৌশিকের দাবি, তিনি শুধু বলেছিলেন, সিপিএম জিতবে। আর সেই কারণেই তার উপর হামলা চালানো হয়েছে।

এদিকে, এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দীপ্সিতা ধর। তিনি বলেছেন, এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিতে না পারলে সিপিএম আন্দোলনে নামবে। তাঁর অভিযোগ, গত পঞ্চায়েতেও ওই এলাকায় ভোটের সময় শাসক দল সন্ত্রাস চালিয়েছিল। আর এখন লোকসভা ভোটের আগে সেখানে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূল। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই জানা গিয়েছে।