IPL 2024: '২২ গজের কেরিয়ারে উনি আমার বাবার মত', ধোনির প্রতি কৃতজ্ঞতা স্বীকার তারকা ক্রিকেটারের

<p style="text-align: justify;"><strong>চেন্নাই:</strong> এমন ছবি বারবার দেখতে পাওয়া গিয়েছে। খারাপ ফর্মে থাকা প্লেয়ার যখনই আইপিএলের (IPL 2024) মঞ্চে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে খেলতে নেমেছেন, তখনই ফর্মে ফিরেছেন সেই প্লেয়ার। গত বছর অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) সবচেয়ে বড় উদাহরণ ছিল। এমনকী শিবম দুবেও (Shivam Dube) তাঁর কেরিয়ারে স্বপ্নের ফর্মে রয়েছেন এখন। সিএসকের (Chennai Super Kings) জার্সিতে যখনই মাঠে নামছেন, দুর্দান্ত পারফর্ম করছেন। ধোনির শিবিরে ঢোকার পর বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমনও এবার দুর্দান্ত পারফর্ম করেছেন <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে। সেই তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিসা পাথিরানাও (Matheesha Pathirana)। ধোনির ছত্রছায়ায় বারবার জ্বলে উঠেছেন এই লঙ্কা পেসার। এবার ধোনিকে ২২ গজের তাঁর কেরিয়ারে পিতৃসম বললেন পাথিরানা।</p>
<p style="text-align: justify;">আগামী রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছে ধোনি বাহিনী। এখও পর্যন্ত পাঁচটি জয় ও পাঁচটি হারের মুখ দেখতে হয়েছে তাদের। ম্য়াচের আগে সিএসকের এক ভিডিও বার্তায় পাথিরানা বলেন, ”আমার বাবার পর ক্রিকেট জীবনে যদি কেউ বাবার মত আমার খেয়াল রাখেন, তিনি হলেন মহেন্দ্র সিংহ ধোনি। আমার কী করা উচিত, কী করা উচিত নয়, সব বিষয়ে তিনি উপদেশ দেন, যেভাবে আমার বাবা বাড়িতে থাকলে আমার খেয়াল রাখেন। অনেক ছোট ছোট বিষয়ে আমাকে টিপস দেন, যা অনেক আমাকে অনেক উপকার করে।”&nbsp;</p>