IPL 2024 RCB vs GT Innings Highlights Gujarat Titans gave target of 148 runs against Royal Challengers Bangalore at M Chinnaswamy Stadium

বেঙ্গালুরু: পাওয়ার প্লে-র ৬ ওভারের পরই একটা পরিসংখ্যান তুলে ধরা হচ্ছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গুজরাত টাইটান্স (RCB vs GT) প্রথম ৬ ওভারে তুলেছিল ২৩ রান। আর তা তুলতে গিয়েই হারিয়ে বসেছিল ৩ উইকেট। ২৩/৩-ই হচ্ছে চলতি আইপিএলে (IPL 2024) পাওয়ার প্লে-তে সর্বনিম্ন স্কোর। এর আগে মুল্লাপুরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৭/৩ তুলেছিল পাঞ্জাব কিংস। শনিবারের আগে পর্যন্ত সেটাই ছিল চলতি আইপিএলে পাওয়ার প্লে-তে সর্বনিম্ন স্কোর। সেই রেকর্ডও ছাপিয়ে গেল এদিন।

শুরুর ধাক্কার ছাপ পড়ল গুজরাতের বাকি ইনিংসেও। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকল গুজরাত টাইটান্স। শুরুটা হয়েছিল দ্বিতীয় ওভারে মহম্মদ সিরাজ়ের বলে ঋদ্ধিমান সাহার কট বিহাইন্ড হওয়া দিয়ে। চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই বাংলার উইকেটকিপার। এদিন ৭ বলে ১ রান করে ফিরলেন। শুভমন গিলও ৭ বলে ২ রান করে সিরাজ়ের শিকার। সাই সুদর্শনকে (৬) ফিরিয়ে দেন গ্রিন।

সেখান থেকে এম শাহরুখ খান, ডেভিড মিলার ও রাহুল তেওয়াটিয়া পাল্টা লড়াই চালালেও, দলকে বড় রানে পৌঁছে দিতে পারেননি। পুরো ২০ ওভারও ব্যাট করতে পারল না গুজরাত। ১৯.৩ ওভারে ১৪৭ রানেই অল আউট হয়ে গেল গুজরাত। আরসিবির সামনে মাত্র ১৪৮ রান তোলার চ্যালেঞ্জ।

শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে সেখান থেকে প্রতিরোধ গড়ে তুলেছিলেন বেঙ্কটেশ আইয়ার ও মণীশ পাণ্ডে। ষষ্ঠ উইকেটে ৬২ বলে ৮৩ রানের পার্টনারশিপ গড়ে কেকেআরকে ম্যাচে ফেরান দুই ব্যাটার। তাঁদের জন্যই ১৬৯ তুলেছিল কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচও জিতে নেয় কেকেআর।

 

গুজরাতের হয়ে অবশ্য সেরকম পার্টনারশিপ কেউ গড়ে তুলতে পারলেন না। চতুর্থ উইকেটে মিলার ও শাহরুখ ৩৭ বলে ৬১ রান তুললেও তা বোর্ডে বড় স্কোর তোলার জন্য যথেষ্ট ছিল না। দুটি করে উইকেট পান সিরাজ়, যশ দয়াল ও ভি বৈশাখ।

আরও পড়ুন: স্ত্রীকে কোথায় লুকিয়ে রেখেছিলে? স্টার্ককে প্রশ্ন কেকেআর তারকার, কী জবাব অজ়ি পেসারের?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন