Kunal Ghosh: পুরনো সেই দিনের কথা! মমতার সঙ্গে বিশেষ ছবি পোস্ট করলেন কুণাল, তোলপাড় নেটপাড়া

দলে এখনও আছেন তিনি। তবে একলা। কোণঠাসা অবস্থা। যুদ্ধে পরাজিত সৈনিক! নানা ঘটনা পরম্পরায় একেবারে বিধ্বস্ত অবস্থা। ভোটপর্বের মধ্য়ে কুণাল ঘোষের এই অবস্থান কতটা বাস্তব সম্মত আর কতটা নাটক তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে এসবের মধ্য়েই এক্স হ্য়ান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন কুণাল ঘোষ।

ক্যাপশানে তিনি লিখেছেন, ‘পুরোনো সেই দিনের কথা। তখনও তৃণমূল সরকারে আসেনি। একটা সুন্দর মুহূর্ত।’

সেই ছবিতে দেখা যাচ্ছে একেবারে পাশাপাশি বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ও কুণাল ঘোষ। কোথাও কোনও শত্রুতার লেশমাত্র নেই। নীচে আরও কয়েকজন বসে রয়েছেন। মনে করা হচ্ছে দল যখন তাঁকে কোণঠাসা করে দিয়েছে তখন সেই পুরনো সুখস্মৃতিগুলি দেখতে সকলেরই ভালো লাগে।

 

তবে তিনি সেই ছবি পোস্ট করার পরেই নানা ধরনের মন্তব্য ভেসে আসছে নেটপাড়ায়।এক নেটনাগরিক কুণালের পুরনো একটি ভিডিয়ো ক্লিপ পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে প্রিজন ভ্যানের দরজা ধরে চিৎকার করছেন কুণাল। পুলিশ তাকে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি তখন সারদা কেলেঙ্কারিতে গ্রেফতার হয়ে জেলে থাকতেন।

অপর এক নেট নাগরিক লিখেছেন, মমতা বিরোধী হিসাবেই ভালো ছিল। শাসক হিসাবে নয়। শাসক হয়ে নিজেও চুরি করেছে। পরিবার আর সাঙ্গপাঙ্গদের চুরি করতে সাহায্য করেছে।….

এখানেই শেষ নয়, পুরোনো খবরের কাগজের কাটিং পোস্ট করেছেন এক নেটনাগরিক। সেখানে লেখা রয়েছে, ‘মমতার বাড়িতেই রাখা ছিল সারদার বিপুল টাকা’। তবে এই কাটিংয়ের সত্যতা সম্পর্কে যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

তবে অপর এক নেট নাগরিক লিখেছেন, দাদা একটু ধৈর্য্য ধরুন। আপনি যথার্থই দলটাকে, দিদিকে ভালোবাসেন। যারা আপনার বিরুদ্ধে দিদির কান ভাঙানি দিচ্ছে দিদি একদিন ঠিক তাদের চিনতে পারবেন। আপনার সম্মানও আপনি আবার ফিরে পাবেন।

তবে এক নেটনাগরিক একটি সুন্দর মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, একটি বিজয়ী টিমের অংশ হোন। টিমের উপরে গিয়ে কিছু করার চেষ্টা করবেন না। হার্দিক পান্ডিয়ার কাছ থেকে শেখার চেষ্টা করুন। এক নেটনাগরিকের প্রশ্ন, তখন চুরি হত?

তবে অভিজ্ঞ মহলের মতে, কিছু দিন আগে পর্যন্ত কুণাল ঘোষ কিছু পোস্ট করলেই নানা ধরনের কু মন্তব্য করা হত। তবে বর্তমানে কুণাল ঘোষ যে অবস্থান নিয়েছেন তার জেরে নেটপাড়ার অনেকেই তার প্রতি সহমর্মিতা পোষণ করছেন।