Mamata’s mantra challenge to Modi: আমি ভুল বলি? মোদীকে মন্ত্রপাঠের চ্যালেঞ্জ মমতার! ‘আমার থেকে এককণাও বেশি জানলে….’

পুজোর মন্ত্রপাঠ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার চাকদার জনসভা থেকে মমতা দাবি করেন, হিন্দুধর্মের ‘হ’-টাও জানেন না প্রধানমন্ত্রী। অথচ তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি নাকি মন্ত্রপাঠের সময় ভুলভাল উচ্চারণ করেন। সরস্বতী পুজোর ক্ষেত্রে বাধা দেওয়া হয়। সেই রেশ ধরেই মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘দাঁড়াও যে কোনওদিন চ্যালেঞ্জ করে, আমি যা মন্ত্র জানি, তুমি তার যদি এক কণাও জানো, তাহলে মাথানত করে নিয়ে বলব, আমার মাথা নত করে দাও হে, তোমার চরণ ধূলার তলে।’ 

আসলে মমতা একটি বিজ্ঞাপনের প্রসঙ্গে মোদীকে সেই চ্যালেঞ্জ ছুড়েছেন। শনিবার বিভিন্ন বাংলা সংবাদমাধ্যমে ‘সনাতন বিরোধী তৃণমূল’ নামে বিজেপির তরফে একটি বিজ্ঞাপন দেওয়া হয়। তাতে মমতা এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলা হয়। সঙ্গে বলা হয়, ‘এই লোকসভা নির্বাচন থেকেই সনাতন বিরোধী সরকারের বিদায়ের সূচনা করুন।’

কী কী অভিযোগ করা হয়?

১) গত ১৩ বছরে স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণের এই বাংলায় বারবার সম্মানহানি হয়েছে সনাতন ধর্মের।

২) ভোট রাজনীতির কারণে এই বাংলায় পিছিয়ে যায় মা দুর্গার বিসর্জন।

৩) বাগদেবীর আরাধনাতেও দেওয়া হয় বাধা।

৪) এ রাজ্যে রাম মন্দিরকে বলা হয় অপবিত্র এবং ‘জয় শ্রীরাম’ ধ্বনিকে ‘গালাগালি’ তকমা দেওয়া হয়।

৫) শ্রীরামের মূর্তিকে ‘শোপিস- এর সঙ্গে তুলনা করার মতো ঘটনার সাক্ষী থাকে এই বঙ্গভূমি।

৬) রামনবমীর মিছিলে হামলা এ রাজ্যে ‘সামান্য’ ঘটনা।

৭) চৈতন্য মহাপ্রভুর ভূমিতে শ্রীরামচন্দ্র ‘বহিরাগত’ বা ‘বিপিএল’-এর তকমা পান

৮) অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রায়িত প্রচলিত ভারত মাতার পুজোরও সমালোচনা করেন স্বয়ং মুখ্যমন্ত্ৰী।

৯) সরস্বতীর মন্ত্র থেকে চণ্ডীপাঠ, অবলীলায় মন্ত্রের ভুল উচ্চারণ করে চলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Mamata on Sandeshkhali viral video: ‘BJP কতটা পচা…’. সন্দেশখালিতে ‘সাজানো ধর্ষণের অভিযোগ’-র ভিডিয়ো নিয়ে তোপ মমতাদের

পালটা মমতার

সেই বিজ্ঞাপনের পালটা দেন মমতা। তিনি বলেন, ‘উনি আমাদের ধর্ম শেখাচ্ছেন। উনি আমায় রামকৃষ্ণ শেখাচ্ছেন। উনি আমায় বিবেকানন্দ শেখাচ্ছেন। বলবেন, চ্যালেঞ্জ রইল, একদিন দাঁড়াবি মানুষের সামনে। দু’দিকে দুটো স্টেজ থাকবে। তুমি না দেখে বলবে, আমিও না দেখে বলব।’

আরও পড়ুন: WB Rain and Storm Forecast till 10th May: আজ ৪০ কিমিতে ঝড় ৫ জেলায়! শুক্র পর্যন্ত বৃষ্টি চলবে বাংলায়, উত্তাল হবে সমুদ্র

সঙ্গে তিনি বলেন, ‘রামকৃষ্ণ কী, তোমায় ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। হিন্দুধর্মের তুমি হ টাও জানো না। স্বামী বিবেকানন্দ কী, তুমি তা জানোই না। মা দুর্গাকে নিয়ে কথা বলো। তুমি মা দুর্গাকে চেনো? মা দুর্গার কটা ছেলেমেয়ে আছে, সেটা জানো? বলে আমরা নাকি উলটো মন্ত্র বলি। আর তুমি বিজ্ঞাপন দিয়ে বলছো।’

আরও পড়ুন: Income Tax Changes Speculations: ভোটের পরই আয়কর কাঠামোয় পরিবর্তন? মুখ খুললেন সীতারামন, ধস নেমেছিল শেয়ার বাজারে!