MS Dhoni: ১০৩ বছরের ‘তরুণ’ ধোনি বলতে অজ্ঞান! চোখে জল আনা কাজ ‘ভক্তের ভগবান’-এর

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ধরমশালার হিমাচলপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েন স্টেডিয়ামে (HPCA) চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে পঞ্জাব কিংসের (CSK vs PBKS, IPL 2024)। চলতি লিগের ফিরতি ম্য়াচে মুখোমুখি দুই টিম। আর এই ম্য়াচের আগে সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ধোনি সিএসকে-র একটি জার্সিতে সই করছেন। সেই জার্সিতে কালো মার্কারে লেখা ‘ধন্য়বাদ থাথা এই সমর্থনের জন্য়’! ধোনি কোনও ফ্য়ানকে জার্সিতে অটোগ্রাফ দিচ্ছেন! এ আর এমনকী! এমন ঘটনা তো বছরের পর বছর চলে আসছে। তবে আর পাঁচজনের জন্য় সই করা আর এই সুপারফ্য়ানের জন্য় সই করার মধ্য়ে রয়েছে আকাশ-পাতাল ফারাক। 

আরও পড়ুন: Mustafizur Rahman: ছাড়তেই হচ্ছে আইপিএল! বিদায়লগ্নে বিষণ্ণ ‘ফিজ’, ফিরছেন মহার্ঘ উপহার নিয়ে

ধোনি বলতে অজ্ঞান ফ্যানের নাম এস রামদাস। বয়স মাত্র ১০৩ বছর। রামদাস অতীতে, ব্রিটিশ সেনার হয়ে এয়ার-রাইট প্রিকশন ইউনিটে কাজ করেছেন ত্রিচিতে। সেই সময়ে খেলেছেন ক্রিকেটও। ধোনির জার্সি পেয়ে ‘তরুণ’ ভক্তের চোখ ছলছল করেছে। ধোনির উদ্দেশ্য়ে তিনি প্রণাম করেছেন হাতে জার্সি পাওয়ার পর। সেই ভিডিয়ো দেখে চোখে জল চলে আসবে সকল ধোনি ভক্তদের। আট থেকে আশি, ‘তোমায় ভালোবাসি’! কিংবদন্তি ধোনির জন্য এই কথা ভীষণ ভাবে প্রযোজ্য। এই কথা আবারও প্রমাণিত হল। ‘ক্যাপ্টেন কুল’ যে ‘ভক্তের ভগবান’। তাঁকে একটাবার কাছ থেকে দেখার জন্য আজও কোটি কোটি মানুষের হৃদয় উদ্বেল হয়। সেখানে ধোনির পাওয়া মহার্ঘ উপহার পেয়ে অন্য় জগতেই চলে গিয়েছেন রামদাস। 

কে বলবে ধোনির বয়স ৪২! কে বলবে পাঁচ বছর আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকিয়ে ফেলেছেন। অবসরে শুধু খেলেনে টেনিস-গল্ফ। আর পেশাদার ক্রিকেট বলতে আইপিএল। এহেন মাহিই চলতি আইপিএলে প্রতিনিয়ত ধরে ধরে ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছেন। নেটে বোলারদের নামিয়ে আনছেন ক্লাবস্তরে। কখনও ধোনি বাজ পাখির মতো ছোঁ মেরে ক্য়াচ নিয়ে লাইমলাইট কেড়ে নিচ্ছেন! তো কখনও পরপর তিন বলে তিন ছক্কা ওড়াচ্ছেন…! রোজ পাগল করা ইনিংস খেলছেন মাহি। টাইমমেশিনে চাপিয়ে ফ্য়ানদের হাঁটাচ্ছেন স্মৃতির সরণিতে।

আরও পড়ুন: WATCH | MS Dhoni: সানরাইজার্স মালকিন দাঁড়াতেও পারেননি! ধোনির এই খেলাতেই হন একেবারে অস্থির

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)