Pakistan religious conversion: হিন্দু মেয়েরা লুটের সম্পদ নয়, পাক সংসদে গর্জে উঠলেন দানেশ

পাক সংসদের উচ্চ কক্ষের অধিবেশনে হিন্দু মহিলাদের ধর্মান্তরিত করার ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে ঝড় তুললেন দেশটির এক হিন্দু সাংসদ। ওই সাংসদের নাম দানেশ কুমার পালিয়ানি। তাঁর বক্তব্য রাখার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। তিনি দেশের সংখ্যালঘু মেয়েদের জোর করে ধর্মান্তরিত করার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন করা প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার জন্য সরকারের নিন্দা করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের সংবিধান জোর করে ধর্ম পরিবর্তনের অনুমতি দেয় না এবং কোরানও তাই বলে।

আরও পড়ুন: ‘বাজওয়া চেয়েছিলেন, আমার খুন, পাকিস্তানে জরুরি অবস্থা,’ ফের বিস্ফোরক ইমরান

পাকিস্তানের সংসদে বক্তব্য রাখতে দানেশ বলেন, ‘হিন্দু মেয়েরা কোনও লুটের সামগ্রী নয় যে কেউ জোর করে তাদের ধর্ম পরিবর্তন করবে। সিন্ধুতে হিন্দু মেয়েদের জোর করে ধর্ম পরিবর্তন করা হচ্ছে।’ এবিষয়ে এক হিন্দু নাবালিকার অপহরণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘নিরপরাধ ওই নাবালিকাকে অপহরণের পর দুই বছর হয়ে গেল। যারা এই কাজ করেছে তারা প্রভাবশালী। সরকার এসব প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা কোনও নেয়নি। তিনি বলেন, ‘কিছু দুষ্কৃতী আমাদের প্রিয় মাতৃভূমি পাকিস্তানকে অপমান করেছে। পাকিস্তানের আইন-সংবিধান জোর করে ধর্মান্তরিতকরণের অনুমতি দেয় না এবং পবিত্র কোরানও দেয় না।’

 

প্রসঙ্গত, দেশটিতে খ্রিস্টান ও হিন্দু মেয়েদের জোর করে ধর্মান্তরকরণ, অপহরণ, পাচার, শিশু, বাল্যবিবাহ ও জোর করে বিয়ে, যৌন নির্যাতনের একাধিক অভিযোগ সামনে এসেছে। গত ১১ এপ্রিল জাতিসংঘের একটি বিশেষজ্ঞ কমিটি পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের যুব, মহিলা ও মেয়েদের অধিকার রক্ষায় পাকিস্তান সরকার যথেষ্ট কাজ করছে না বলে উদ্বেগ প্রকাশ করে। তারপরেই দানেশের এই বক্তব্য সামনে এসেছে।

আর পড়ুন : ‘বন্ধু’ দেশ পাকিস্তানে কাজ করতেও সেই বুলেটপ্রুফ গাড়িই ভরসা চিনা শ্রমিকদের

 সাধারণত পাকিস্তানে জোর করে ধর্মান্তরকরণ এবং বিয়ের ক্ষেত্রে প্রায়ই ধর্মীয় আইন প্রয়োগ করে আদালত বৈধতা দিয়ে থাকে। বিশেষজ্ঞ কমিটির মতে, এতে অপরাধীরা মেয়েটির বাবা-মায়ের ইচ্ছার বিরুদ্ধে তাদের কাছে রাখতে পারে। বিশেষজ্ঞ কমিটি স্পষ্ট করে বলেছে যে ধর্মীয় বা সাংস্কৃতিক ভিত্তিতে এই ধরনের জোর করে বিয়ে ও ধর্মান্তরকরণের অনুমতি দেওয়া যাবে না।