Abhishek Banerjee on Sandeshkhali: ‘CBI আমায় বাড়ি থেকে তুলুক’! সন্দেশখালির ‘স্টিং’-এ ষড়যন্ত্র তত্ত্ব,তোপ অভিষেকের

সন্দেশখালির ‘স্ট্রিং অপারেশন’ ‘ষড়যন্ত্র’। প্রযুক্তির ব্যবহার করে গঙ্গাধর কয়ালের মুখে কথা বসানো হয়েছে। এমন দাবি তাঁর দল বিজেপি যেমন করেছে, তেমনি খোদ গঙ্গাধরের মুখেও সেই একই দাবি উঠে এসেছে। ভাইরাল ভিডিয়ো সামনে আসার পর শুভেন্দু অধিকারী বলেন, ‘ভাইপো, আইপ্যাক এবং পোর্টালের একজন এটা করেছেন। গঙ্গাধর কয়াল ইতিমধ্যেই সিবিআইয়ের ডিরেক্টরকে ইমেলে অভিযোগ করেছেন।’ গঙ্গাধর সিবিআই-এর ডিরেক্টরকে লেখা ইমেলে, অভিষেকে নামও উল্লেখ করেছেন। কিন্তু, এই অভিযোগকে গুরুত্ব দিচ্ছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন। ‘‌বাংলার মা–বোনেদের আত্মসম্মান নিয়ে খেলবেন না’‌, সন্দেশখালি ইস্যুতে তোপ মমতার

শুভেন্দু আধিকারীর আক্রণের জবাব দিয়ে তিনি বলেন, ‘ওর সিবিআইকে বলুক ক্ষমতা থাকলে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে।’

শনিবার সকাল থেকে সন্দেশখালির বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিয়ো নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ডিডিয়োটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। গোপন ক্যামেরায় তোলা সেই ভিডিয়োতে বিজেপি নেতা দাবি করছেন, গত ফেব্রুয়ারি-মার্চ মাসে সন্দেশখআলিতে ওঠা ধর্ষণের ঘটনাগুলি সাজানো ছিল। টাকার বিনিময়ে মহিলারা শাহজাহান ও তাঁর সহযোগিদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ আনে। সবটাই ছিল শুভেন্দু অধিকারীর মস্তিষ্কপ্রসূত।

এই ভিডিয়োকে সাজানো এবং তৃণমূলের চক্রান্ত বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি মুর্শিদাবাদের জঙ্গিপুরে প্রচারে গিয়ে বলেন, ‘সন্দেশখালিকে জাগ্রত করে দিয়েছেন আপনি। ওখানে ১০ বছর ধরে আপনার লোকেরা মাঝরাতে মহিলাদের ডেকে তাঁদের সঙ্গে কী করেছে, গোটা দেশের লোক জেনেছে। খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে। কোথায় এটাকে নিয়ে যাই দেখবেন শুধু। ভাইপো বলেছে, আমাকে জেলে ঢোকাবে। আমি তো বলেছি, কয়লা ভাইপো জেলে যাবে।’

আরও পড়ুন। ভরসা কেরল! এবার দুই অঙ্কে পৌঁছবে সিপিএমের আসন, আশার বার্তা দলীয় রিপোর্টে

এর জবাবে অভিষেক বলেন, ‘সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন। ওরা কীভাবে বাংলার মানুষ সিবিআইয়ের তল্পি বইতে বেঁচে আছে? পাঁচ বছর ধরে সিবিআই ইডির ভয় আমাকে দেখাচ্ছে। আমাকে দিল্লিতে ইডি ডেকেছে নিরাপত্তা ছাড়া গিয়েছি। সিবিআই ইডি কী করবে আমাকে জেলে ঢোকাবে? শুভেন্দু অধিকারীকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছে ক্যামেরায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি।’

আরও পড়ুন। ‘‌দু’‌হাজার টাকায় মহিলাদের ইজ্জত বিক্রি বিজেপির, রাজ্যপাল পলাতক’‌, তোপ অভিষেকের

লোকসভা ভোটের সব খবর পড়ুন এখানে