Cong candidate slaps woman: অন্য দলকে ভোট দেওয়ার ইঙ্গিত মহিলার, শুনে সপাটে চড় কষালেন কংগ্রেস প্রার্থী! দিলেন সাফাই

লোকসভা ভোট প্রচারের মধ্যেই দলীয় প্রার্থীর কাণ্ডে অস্বস্তিতে পড়ল কংগ্রেস। তেলাঙ্গানার নিজামাবাদের প্রার্থী জীবন রেড্ডির বিরুদ্ধে অভিযোগ, তিনি এক বৃদ্ধা মহিলাকে চড় মেরেছেন। গোটা ঘটনা ক্যামেরা বন্দিও হয়েছে। তবে এই নিয়ে যখন তাঁকে প্রশ্ন করা হয়, তখন জীবন রেড্ডি বলেন, ‘না না.. এটা লাভলি, এটা লাভলি… এটা লাভলি’, এই মন্তব্য করে তিনি আকারে ইঙ্গিতে বোঝান গালে হাত রেখে, তিনি হিংসাত্মক কিছু করতে চাননি। এদিকে, ভোটের মাঝে এই ভিডিয়ো নিয়ে ঝড় উঠেছে।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, বৃদ্ধা মহিলাকে গালে চড় মেরে বাকি সকলের সঙ্গে মিলে হাসাহাসি করছেন কংগ্রেসের নিজামাবাদের প্রার্থী জীবন রেড্ডি। কংগ্রেস শাসিত তেলাঙ্গানায় এই ছবি ঘিরে ভোটের মাঝে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বেশ কিছু রিপোর্ট দাবি করেছে, জীবন রেড্ডি ওই মহিলার সঙ্গে কথা বলছিলেন, সেই সময় মহিলা জানান, তিনি ‘ফুল’ এর চিহ্নে ভোট দেবেন। অভিযোগ, তখনই ক্ষোভের বশে মহিলাকে চড় মেরেছেন কংগ্রেসের প্রার্থী জীবন রেড্ডি। এদিকে, বিষয়টি নিয়ে পরে সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে প্রশ্ন করা হয় জীবন রেড্ডিকে তিনি বলেন, ‘আরে নানা… এটা ছিল লাভলি, এটা লাভলি… এটা লাভলি।’ প্রশ্ন উঠছে, কী নিয়ে কংগ্রেসের প্রার্থীর সঙ্গে কথা বলছিলেন ওই ভোটার মহিলা? জানা গিয়েছে, তিনি কংগ্রেসের প্রার্থী জীবন রেড্ডিকে অভিযোগের কথা জানান, মহিলা বলেন, কংগ্রেসকে বহুদিন ভোট দেওয়ার পরও তিনি পেনশন পাননি। রিপোর্ট বলছে, ওই মহিলা বলেছিলেন তিনি ‘ফুল’ প্রতীকে ভোট দেবেন। তাতেই ক্ষুব্ধ হন কংগ্রেসের নেতা। পরে ঘটনা নিয়ে ওই মহিলাকে প্রশ্ন করা হলে তিনি জানান,’আমার বাড়ি নেই, আমি কোনও পেনশন পাইনা। আমি তাঁকে (কংগ্রেসের প্রার্থী জীবন রেড্ডি) বলেছিলাম আমাকে একটু দয়া করুন। তখন তিনি আশ্বস্ত করেন দোরাসানি(রানি) তুমি এটা পাবে। বলেই আমাকে চড় মারেন, এটা কি আমাকে অপমান করা নয়?’

( Nepal Map Row:ভারতের লিম্পিয়াধুরা, লিপুলেখ, কালাপানি নেপালের মানচিত্রে! প্রচণ্ডের দেশের ১০০ টাকার নোট নিয়ে খোঁচা দিল্লির)

আগামী ১৩ মে তেলাঙ্গানায় ভোট। নিজামাবাদে কংগ্রেসের জীবন রেড্ডির বিরুদ্ধে রয়েছেন বিজেপির ধর্মপুরী অরবিন্দ। কংগ্রেস শাসিত তেলাঙ্গানায় বিজেপির সামনে একটি বড় ফ্যাক্টর টিআরএস। সেদিক থেকে কংগ্রেস ওই ত্রিমুখী লড়াইতে কতটা স্বস্তিতে তা নিয়েও রয়েছে প্রশ্ন। কেসিআরদের দল টিআরএস ও কংগ্রেসের সঙ্গে বিজেপি সেখানে কাঁটে কি টক্করে। তারই মাঝে এল এই ভিডিয়ো।