Jaishankar dismisses Imran’s claim: ‘পাকে খুন করছে ভারত’, ইমরানের দাবি উড়িয়ে জয়শংকর বললেন ‘জঙ্গিরা তো ভালো লোক নয়…’

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দাবি উড়িয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। পাকিস্তানের মধ্যে ঢুকে ভারত জঙ্গিদের গোপনে হত্যা করছে বলে যে অভিযোগ তোলেন ইমরান, তা সম্পূর্ণভাবে খারিজ করে দেন তিনি। জয়শংকর পালটা প্রশ্ন করেন যে পাকিস্তানে এত জঙ্গি আছে কেন? পাকিস্তান সরকার কেন জঙ্গিদের ত্রাতা হয়ে দাঁড়িয়ে থাকে, সেই প্রশ্নও করেন জয়শংকর। সেইসঙ্গে পাকিস্তানকে খোঁচা দিয়ে বলেন যে জঙ্গিরা তো মোটেও ভালো লোকজন নয়। তাই তারা নিজেরাও একে অপরকে মেরে দিতে পারে। বাস্তবটা কী, তা আদতে পাকিস্তানের তদন্ত করে দেখা উচিত বলে দাবি করেন ভারতের বিদেশমন্ত্রী।

জয়শংকরের ‘বাণ’

ইমরানের অভিযোগের প্রেক্ষিতে শনিবার ভুবনেশ্বরে জয়শংকর বলেন, ‘পাকিস্তানে যা হচ্ছে, তাতে ওখানে জঙ্গি এবং অপরাধের সঙ্গে জড়িত লোকজনের কোনও অভাব নেই। এখন আমরা বিভিন্ন রিপোর্ট দেখতে পাচ্ছি, যে লোকেদের সন্ত্রাসবাদী যোগ আছে, তাদের মধ্যে কেউ-কেউ বেশ অস্বাভাবিক পরিস্থিতিতে মারা গিয়েছে। সেই বিষয়টা ওদের (পাকিস্তান সরকার) তদন্ত করে দেখা উচিত।’

সেইসঙ্গে জয়শংকর বলেন, ‘প্রথমেই ওদের (পাকিস্তান) এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত যে কেন ওদের সীমানার মধ্যে এত জঙ্গি আছে। জঙ্গিরা তো খুব ভালো লোক নয়। ওরা নিজেরাই একে অপরের বিরুদ্ধে এরকম করতে পারে। আমি ইমরান খানের কলামের বিষয় পুরোপুরি অবহিত নই। কিন্তু আমি এটা জানি যে কেন এসব লোকজন মারা যাচ্ছে- সেটা জিজ্ঞাসা কররার পরিবর্তে আমি প্রথমে জিজ্ঞাসা করব যে পাকিস্তানে এত জঙ্গি আছে কেন। আর পাকিস্তান কেন তাদের রক্ষাকর্তা হয়ে দাঁড়ায়?’

আরও পড়ুন: PM Modi Attacks Pakistan: ‘আগে আতঙ্ক সাপ্লাই করত, এখন আটা জোগাড় করতে হিমসিম খায়!’ প্রতিবেশীকে চরম খোঁচা মোদীর

ইমরান কী বলেছিলেন?

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, দুর্নীতির অভিযোগে রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে বন্দী থাকার মধ্যেই ইংল্যান্ডের সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের একটি কলামে ইমরান দাবি করেন, পাকিস্তান যে দিকে এগিয়ে যাচ্ছে, যা ১৯৭১ সালে বিভাজনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। পূর্ব পাকিস্তান (অধুনা বাংলাদেশ) হাতছাড়া হয়েছিল। তিনি বলেন, ‘একইসঙ্গে বালুচিস্তানে সন্ত্রাসবাদী এবং বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ বাড়ছে। যেখানে অপহরণের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে।’

আরও পড়ুন: Heavy Rain Forecast in WB: গরম কমে ভারী বৃষ্টি হবে বাংলায়! রোজই উঠবে ঝড়, কবে ও কোথায় কমলা সতর্কতা জারি হল?

ওই কলামে জেলবন্দী পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘সীমান্তের কথা বললে ভারত ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে যে পাকিস্তানের অভ্যন্তরে গুপ্তহত্যা চালাচ্ছে। আফগানিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের পরিস্থিতিও অস্থির রয়েছে।’

আরও পড়ুন: Income Tax Changes Speculations: ভোটের পরই আয়কর কাঠামোয় পরিবর্তন? মুখ খুললেন সীতারামন, ধস নেমেছিল শেয়ার বাজারে!