Nurses protest in Cooch Behar: নার্সকে ধাক্কা দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে,কোচবিহার মেডিকেলে নার্স বিক্ষোভ

এক রোগীর রক্ত সংগ্রহ নিয়ে বচসার জেরে কর্তব্যরত এক নার্সকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সরা। তাঁরা কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানান। এই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বচসার জেরে ধাক্কা

জানা গিয়েছে, কোচবিহার এমজেএন হাসপাতালের মহিলা বিভাগে এক রোগীর রক্ত সংগ্রহ করছিলেন এক নার্স। রক্ত নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেওয়ায় ওই নার্সকে চিকিৎসকের সঙ্গে কথা বলতে বলা হয়। বিক্ষোভকারী নার্সদের অভিযোগ সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে এ নিয়ে কথা বলতে গেলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। তাঁর সঙ্গে ব্যাপক বচসা হয় নার্সের। ওই নার্সেকে ধাক্কা দেওয়ারও অভিযোগ ওঠে চিকিৎসকের বিরুদ্ধে। এর পরই হাসপাতালে উত্তেজনা তৈরি হয় বিক্ষোভ দেখাতে থাকেন নার্সরা।

আরও পড়ুন। বিষক্রিয়ায় অসুস্থ হওয়া ১৫টি বিপন্ন প্রজাতির শকুনকে উদ্ধার করল বন দফতর

কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ

তারা নার্সিং সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। বিষয়টি নিয়ে তাঁরা লিখিত অভিযোগও জানান কর্তৃপক্ষের কাছে। নার্সিং সুপারিনটেনডেন্ট শেফালি পুরকায়েত সংবাদ মাধ্যমকে বলেন, ‘একজন রোগীর ব্লাড নেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়। ওরা জানিয়েছে একজন ডাক্তার খারাপ ব্যবহার করেছে। আমি ছিলাম না। তাই কী হয়েছে তা আমি জানিয়ে না। ওরা আমাকে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। আমি তা কর্তৃপক্ষকে দিয়েছি।’ সূত্রের খবর, দুপক্ষকে মুখোমুখি বসিয়ে আলোচনাও করছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন। পশ্চিমবঙ্গ পুলিশের শেষ পর্যন্ত ফেলুদার শরণাপন্ন, লক্ষ্য ভুয়ো কল নিয়ে সচেতনতা

আরও পড়ুন। আদিবাসী গ্রাম থেকে প্রথম মাধ্যমিক উত্তীর্ণ হল গৌরী

পদক্ষেপ জিটিএ-র

পরিস্থিতি এমন চরমে উঠছে যে এ ঘটনা নিয়ে পদক্ষেপ করেছে জিটিএ। জিটিএ প্রধান অনিত থাপা এই ঘটনা নিয়ে স্বাস্থ্য দফতরের মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন। তিনি ঘটনার তদন্ত দাবি করেছেন।

সূত্রে জানা গিয়েছে, চিঠিতে অনীত লিখেছেন,’বহু পাহাড়ি মেয়ে ওই হাসপাতালে নার্সিং পড়তে যান। রাজ্যের পাশাপাশি তাঁর কাজ করেন দেশ জুড়ে। নিরপাত্তা ও নারী মর্যাদা যে কোনও ক্ষেত্রে অগ্রাধিকার হওয়া উচিত।’

আরও পড়ুন। উচ্চমাধ্যমিক রেজাল্ট বেরোলেই ফোনে জানাবে HT বাংলা! এখনই রেজিস্টার করে রাখুন