Sandeshkhali viral video: আমাদের আন্দোলন নিয়ে বলার উনি কে? গঙ্গাধরের বাড়িতে বিক্ষোভ সন্দেশখালির মহিলাদের

বিজেপির মণ্ডল সভাপতির ভাইরাল ভিডিয়ো নিয়ে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। রবিবার সকালে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। তাদের দাবি, তৃণমূল চক্রান্ত করে এই ভিডিয়ো বানিয়েছে। সঙ্গে তাদের প্রশ্ন, গঙ্গাধর কয়াল সন্দেশখালির আন্দোলনের পাশে কবে ছিলেন?

আরও পড়ুন: ভিডিয়ো ফেক, সন্দেশখালির স্টিং অপারেশনের CBI তদন্ত দাবি করল BJP, রেখা পাত্র বললেন

পড়তে থাকুন: অভিষেকের বিরুদ্ধে CBIএর কাছে অভিযোগ করেছেন গঙ্গাধর, যাবেন CBI দফতরেও: শুভেন্দু

ফুঁসছেন মহিলারা

এদিন গঙ্গাধরবাবুর বাড়ির সামনে স্লোগান দিতে থাকেন সন্দেশখালির মাঝেরপাড়ার বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্ষোভকারী বলেন, ‘উনি আমাদের আন্দোলনের কেউ না। আন্দোলনে আমাদের পাশে ওনাদের কোনও দিন দেখিনি। ওরা কারা? ওরাই মনে হচ্ছে বহিরাগত। তাহলে ওনারা আমাদের আন্দোলনকারীদের নিয়ে এই সব কথা বলবেন কেন? আমরা চাই ওনাকে আমাদের হাতে তুলে দেওয়া হোক। আমরা মেয়েরা বুঝে নেব উনি এই কথাগুলো কেন বলেছেন, কার কাছে কত টাকা খেয়ে বলেছেন? ওনার কাছে এগুলো শুনে আমরা সংবাদমাধ্যকে যা বলার বলব।’

গঙ্গাধরের বিরুদ্ধে ক্ষোভ

তিনি আরও বলেন, ‘আমরা আন্দোলনকারী, আমরা সাধারণ মানুষ। আমরা আমাদের সমস্যার জন্য প্রতিবাদে নেমেছি। আমাদের প্রতিবাদ নিয়ে কেউ যদি নিন্দা করে আমরা তাকে ছেড়ে দেব না। শুভেন্দুদার সঙ্গে ওনার ব্যাপার, উনি কোথা থেকে কী পেয়েছেন না পেয়েছেন, কিন্তু আমাদের আন্দোলন সত্যি। আমরা এতগুলো লোক বলছি, হচ্ছে না? ওনার একার কথাই সত্যি? তাহলে ওনাকে আমাদের হাতে ছেড়ে দিক। আমরা মেয়েরা বুঝে নেব।’

আরও পড়ুন: চুপিসাড়ে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির অভিযোগ তুলে সরব শুভেন্দু, উড়িয়ে দিল WBSEDCL

শনিবার সকালে ইউটিউবে প্রকাশিত এক স্টিং অপারেশনে সন্দেশখালি ২ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যায়, সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগ ভুয়ো। মহিলাদের ভুল বুঝিয়ে অভিযোগ করানো হয়েছে। এমনকী ভোটে কত অস্ত্র লাগবে তারও বরাত দিতে দেখা যায় তাঁকে। প্রাথমিকভাবে কণ্ঠস্বর তাঁর বলে মেনে নিলেও পরে গঙ্গাধরবাবু বলেন, কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। এমনকী চক্রান্ত করে এই ভিডিয়ো বানানো হয়েছে বলে সিবিআইয়ের কাছে অভিযোগ করেছেন তিনি।