Sports Highlights: জিতে শীর্ষে কেকেআর, তিনে উঠল সিএসকে, বিশ্বকাপের সূচি ঘোষণা, দিনের সেরা খেলার খবরের এক ঝলক

<p><strong>কলকাতা:</strong> আইপিএলে দুরন্ত ফর্মে কলকাতা নাইট রাইডার্স। লখনউ বধ করে পয়েন্ট টেবিলের শীর্ষে <a title="শ্রেয়স আইয়ার" href="https://bengali.abplive.com/topic/shreyas-iyer" data-type="interlinkingkeywords">শ্রেয়স আইয়ার</a>ের দল। পাঞ্জাবকে হারিয়ে পয়েন্ট টেবিলে এগলো চেন্নাই। লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল। মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা। আইপিএল শেষ ময়ঙ্কের? দেখে নিন খেলার গুরুত্বপূর্ণ খবরগুলো এক ঝলকে -</p>
<p><strong>লখনউ বধ কেকেআরের</strong></p>
<p>প্রথমে ব্যাটিং করতে নেমে কেকেআর বোর্ডে তুলেছিল ২৩৫/৬। লখনউয়ের একানা স্টেডিয়ামে এটাই টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ স্কোর। এর আগে লখনউয়ে এমনকী, টি-টোয়েন্টি ম্যাচে দুশো রানও ওঠেনি। যা সম্ভব করে দেখালেন <a title="সুনীল নারাইন" href="https://bengali.abplive.com/topic/sunil-narine" data-type="interlinkingkeywords">সুনীল নারাইন</a>। ৩৯ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। সঙ্গত করলেন কখনও ফিল সল্ট (১৪ বলে ৩২ রান), কখনও রামনদীপ সিংহ (৬ বলে অপরাজিত ২৫ রান)। ২৩৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৬.১ ওভারে মাত্র ১৩৭ রানে গুটিয়ে গেল লখনউ। ৯৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এল <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>। নারাইন বল হাতে ১ উইকেট নিলেন।</p>
<p><strong>তিনে উঠে এল চেন্নাই</strong></p>
<p>ব্যাট হাতে একেবারেই ভাল পারফর্ম করতে পারেননি ব্যাটারর। তবে তিনি একা লড়েছিলেন ২১ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সিএসকে বোর্ডে তুলেছিলেন ১৬৭ রান। ১৬৮ রান তাড়া করতে নেমে ১৩৯ রানেই থেমে গেল পাঞ্জাবের ইনিংস। দুরন্ত বোলিং করলেন রবীন্দ্র জাডেজা ও মিচেল স্যান্টনার। ২ অভিজ্ঞ অলরাউন্ডার স্পিনের সামনে কোনও জবাবই ছিল না বেয়ারস্টাে, কারানদের। জাজেডা ৪ ওভারের স্পেলে ২০ রান দিয়ে ৩ উইকেট তুলে নিলেন। স্য়ান্টনার ১ উইকেট নিলেও ৩ ওভারে ১০ রান খরচ করেন মাত্র।&nbsp;</p>
<p><strong>চোট পাথিরানার</strong></p>
<p>হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন পাথিরানা। শ্রীলঙ্কার পেসার দেশে ফিরে গিয়েছেন। ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্য়াচে খেলতে পারেননি তিনি। রবিবার পাঞ্জাব কিংসের ঘরের মাঠেও খেলতে পারলেন না। এমনিতেই দীপক চাহারকে চোটের জন্য পাচ্ছে না সিএসকে। তার ওপর পাথিরানার চোট বিরাট ধাক্কা পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের জন্য।</p>
<p><strong>ময়ঙ্কের আইপিএল শেষ?</strong></p>
<p>ঘণ্টায় দেড়শোর বেশি গতিতে বল। ধূমকেতুর মত আইপিএলে উত্থাণ হয়েছিল তাঁর। কিন্তু ময়ঙ্ক যাদবের কেরিয়ারের শুরুতেই চোট আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে এবার ।&nbsp;<a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের তৃতীয় ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচেই পেশিতে টান লাগে ময়ঙ্কের। তার জেরে পাঁচ ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছিল তরুণ ফাস্ট বোলারকে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে বহু কাঙ্খিত প্রত্যাবর্তন ঘটান। সেই ম্যাচে এক উইকেটও পান ময়ঙ্ক। তবে নিজের স্পেল শেষ করার আগেই মাঠ ছাড়তে হয় তাঁকে। <a title="কলকাতা নাইট রাইডার্স" href="https://bengali.abplive.com/topic/kolkata-knight-riders" data-type="interlinkingkeywords">কলকাতা নাইট রাইডার্স</a>ের বিরুদ্ধে মাঠে লখনউ সুপারজায়ান্টস নামার আগে সাংবাদিক বৈঠকে ল্যাঙ্গার জানান ময়ঙ্কের তলপেটের একটা পেশি হালকা ছিঁড়ে গিয়েছে। ময়ঙ্ককে আর হয়ত এই আইপিএলে পাওয়া যাবে না।</p>
<p><strong>ভারত-পাক ৬ অক্টোবর</strong></p>
<p>মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গেল। দশ দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। সূচি ঘোষণা হতেই সকলেই আগ্রহী ভারত-পাকিস্তান দ্বৈরথ কবে তা জানার জন্য। ৬ অক্টোবর সিলেটে হবে ভারত বনাম পাকিস্তান লড়াই। গ্রুপ এ-তে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজ়িল্যান্ড, পাকিস্তান ও যোগ্যতা অর্জনকারী ১ নম্বর দল। গ্রুপ বি-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়, বাংলাদেশে ও যোগ্যতা অর্জনকারী দ্বিতীয় দল।</p>