IPL 2024 Harbhajan Singh explosive comment on MS Dhoni after CSK vs PBKS IPL 2024 match see in pics

পাঞ্জাব কিংসের (Punjab Kings) ঘরের মাঠে গিয়ে ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। রবিবার সেই ম্যাচে উইকেটকিপার হিসাবে নজির গড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।

প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে দেড়শো ক্যাচ নিয়েছেন ধোনি। তবে চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় ধোনির কৌশল নিয়ে প্রশ্ন উঠছে।

প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে দেড়শো ক্যাচ নিয়েছেন ধোনি। তবে চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় ধোনির কৌশল নিয়ে প্রশ্ন উঠছে।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ধোনি। প্রথম বলেই তিনি বোল্ড হয়ে যান। ধোনির ৯ নম্বরে ব্যাট করতে নামার এই সিদ্ধান্তে একেবারেই খুশি হননি হরভজন সিংহ। যিনি নিজে এক সময় চেন্নাই সুপার কিংসে খেলেছেন।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ধোনি। প্রথম বলেই তিনি বোল্ড হয়ে যান। ধোনির ৯ নম্বরে ব্যাট করতে নামার এই সিদ্ধান্তে একেবারেই খুশি হননি হরভজন সিংহ। যিনি নিজে এক সময় চেন্নাই সুপার কিংসে খেলেছেন।

তুষার দেশপাণ্ডে ও রিচার্ড গ্লিসনের আগে ব্যাট করতে নামেন ধোনি। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে যা নিয়ে ভাজ্জি বলেছেন, '৯ নম্বরে ব্যাট করলে ধোনির খেলাই উচিত নয়। ওর পরিবর্তে একাদশে কোনও ফাস্টবোলার খেলালে ভাল হয়। ওই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধরে। আগে ব্যাট করতে না নেমে ও দলকে হতাশ করেছে।'

তুষার দেশপাণ্ডে ও রিচার্ড গ্লিসনের আগে ব্যাট করতে নামেন ধোনি। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে যা নিয়ে ভাজ্জি বলেছেন, ‘৯ নম্বরে ব্যাট করলে ধোনির খেলাই উচিত নয়। ওর পরিবর্তে একাদশে কোনও ফাস্টবোলার খেলালে ভাল হয়। ওই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধরে। আগে ব্যাট করতে না নেমে ও দলকে হতাশ করেছে।’

এখানেই থেমে থাকেননি হরভজন। যোগ করেছেন, 'শার্দুল ঠাকুর ওর আগে ব্যাট করতে নেমেছে। ও কোনওদিনই ধোনির মতো শট খেলতে পারবে না। তবে ওর (ধোনির) অনুমতি ছাড়া কিছুই হয় না। আর আমি বিশ্বাস করি না ওকে ব্যাটিং অর্ডারের নীচে কেউ পাঠিয়ে দিয়েছে। সিএসকে-র দ্রুত রান তোলা দরকার ছিল। আগের ম্যাচে ধোনি সেটাই করেছে। তবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ও পিছিয়ে গেল। আমি যা ঠিক সেটাই বলব।'

এখানেই থেমে থাকেননি হরভজন। যোগ করেছেন, ‘শার্দুল ঠাকুর ওর আগে ব্যাট করতে নেমেছে। ও কোনওদিনই ধোনির মতো শট খেলতে পারবে না। তবে ওর (ধোনির) অনুমতি ছাড়া কিছুই হয় না। আর আমি বিশ্বাস করি না ওকে ব্যাটিং অর্ডারের নীচে কেউ পাঠিয়ে দিয়েছে। সিএসকে-র দ্রুত রান তোলা দরকার ছিল। আগের ম্যাচে ধোনি সেটাই করেছে। তবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ও পিছিয়ে গেল। আমি যা ঠিক সেটাই বলব।’

তবে হরভজনের এই মন্তব্য ভালভাবে মেনে নিতে পারেননি ধোনির অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভের মুখে পড়েছেন হরভজন।

তবে হরভজনের এই মন্তব্য ভালভাবে মেনে নিতে পারেননি ধোনির অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভের মুখে পড়েছেন হরভজন।

একজন লিখেছেন, 'সিএসকে-র ব্যাপারে উনি নাক গলানো বন্ধ করুন। চলতি মরশুমে এ নিয়ে দ্বিতীয়বার থালার দিকে আঙুল তুললেন হরভজন। এটাই থালার শেষ মরশুম আর মহান এই ক্রিকেটারের বিরুদ্ধে কথা বলার অধিকার কারও নেই। ওকে ঘৃণা করলে দয়া করে ওর ব্যাপারে কথা বলবেন না। ধোনি নিজে সিএসকে নিয়ে অন্যদের চেয়ে অনেক ভাল জানেন।'

একজন লিখেছেন, ‘সিএসকে-র ব্যাপারে উনি নাক গলানো বন্ধ করুন। চলতি মরশুমে এ নিয়ে দ্বিতীয়বার থালার দিকে আঙুল তুললেন হরভজন। এটাই থালার শেষ মরশুম আর মহান এই ক্রিকেটারের বিরুদ্ধে কথা বলার অধিকার কারও নেই। ওকে ঘৃণা করলে দয়া করে ওর ব্যাপারে কথা বলবেন না। ধোনি নিজে সিএসকে নিয়ে অন্যদের চেয়ে অনেক ভাল জানেন।’

আর একজন নেটিজেনের আক্রমণ, 'আপনি নিজে যেটা পারেননি, সেটা আর একজন কিংবদন্তি দিনের পর দিন করে যাচ্ছেন। সেই ঈর্ষাতেই কি এমন বিরূপ মন্তব্য? নিজের কাজটা করুন। নিজের চরকায় তেল দিন।'

আর একজন নেটিজেনের আক্রমণ, ‘আপনি নিজে যেটা পারেননি, সেটা আর একজন কিংবদন্তি দিনের পর দিন করে যাচ্ছেন। সেই ঈর্ষাতেই কি এমন বিরূপ মন্তব্য? নিজের কাজটা করুন। নিজের চরকায় তেল দিন।’

চলতি আইপিএলে ১১ ম্যাচে ১১০ রান করেছেন ধোনি। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৩৭ রান।

চলতি আইপিএলে ১১ ম্যাচে ১১০ রান করেছেন ধোনি। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৩৭ রান।

২২৪.৪৮ স্ট্রাইক রেট রেখে রান করছেন ধোনি। যদিও ব্যাট করতে নামছেন একেবারে নীচের দিকে। যা নিয়ে ক্ষুব্ধ হরভজন। ছবি - পিটিআই

২২৪.৪৮ স্ট্রাইক রেট রেখে রান করছেন ধোনি। যদিও ব্যাট করতে নামছেন একেবারে নীচের দিকে। যা নিয়ে ক্ষুব্ধ হরভজন। ছবি – পিটিআই

Published at : 06 May 2024 07:43 PM (IST)

আরও জানুন আইপিএল

আরও দেখুন