IPL 2024 LSG vs KKR Innings Highlights Kolkata Knight Riders gave target of 236 runs against Lucknow Super Giants at Ekana Cricket Stadium

লখনউ: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সবুজ-মেরুন জার্সি পরে নেমে মোহনবাগানি আবেগকে উস্কে দিতে চেয়েছিলেন কে এল রাহুলরা (KL Rahul)। তবে বাইশ গজে তাতে লাভ হয়নি। কলকাতা নাইট রাইডার্সের (LSG vs KKR) কাছে ম্যাচ হেরে শহর ছাড়তে হয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার দলকে।

নিজেদের ঘরের মাঠে রবিবার প্রতিশোধের মঞ্চ ছিল রাহুুলদের সামনে। কিন্তু সেই স্বপ্নও বিপন্ন। কারণ, সুনীল নারাইন নামক এক ব্যাটিং প্রলয়। কলকাতায় কালবৈশাখীর দেখা নেই। তবে লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আছড়ে পড়ল চার-ছক্কার ঝড়।

টস জিতে কেকেআরকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন কে এল রাহুল। ম্যাচ শুরু হওয়ার মিনিট পনেরোর মধ্যে তিনি দেখলেন, ৪ ওভারে ৫৭ তুলে ফেলেছেন নাইটদের দুই ওপেনার – সুনীল নারাইন ও ফিল সল্ট। চলতি আইপিএলে একমাত্র ওপেনিং জুটি হিসাবে ৬ বার পঞ্চাশ বা তার বেশি রান তুললেন নারাইন-সল্ট। মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা ও ঈশান কিষাণের জুটি দুই নম্বরে। চারবার পঞ্চাশ বা তার বেশি রানের পার্টনারশিপ গড়েছেন তাঁরা।

১৪ বলে ৩২ রান করে নবীন উল হকের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে সল্ট ফিরলেও, নারাইন ঝড় থামার কোনও লক্ষণই ছিল না। নবীনকে জোড়া বাউন্ডারি মারলেন। মহসিন খানের এক ওভারে নিলেন ২০ রান। ক্রুণাল পাণ্ড্যর বল মিড উইকেটের ওপর দিয়ে গ্যালারিতে ওড়ালেন। যশ ঠাকুরকে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে স্ট্যান্ডে ফেললেন। মার্কাস স্টোইনিসের এক ওভারে মারলেন তিন ছক্কা। 

১২তম ওভারে রবি বিষ্ণোইয়ের পরপর দু’বলে নারাইনের ক্যাচ ফেলেন দেবদত্ত পল্লিকল ও মহসিন খান। তার মধ্যে দেবদত্ত ক্যাচ নিয়ে বাউন্ডারি পেরিয়ে ছক্কাই করে দেন। তবে দুবার প্রাণ ফিরে পেয়েও সেই ওভারেই আউট হন নারাইন। ৩৯ বলে ৮১ রান করে।

নারাইন যতক্ষণ ক্রিজে ছিলেন, মনে হচ্ছিল আড়াইশো তুলে ফেলবে কেকেআর। তবে ১৪ থেকে ১৬ ওভারে মাত্র ২৩ রান ওঠে। নারাইনের সেই আগ্রাসন দেখাতে পারেননি অঙ্গকৃষ রঘুবংশী (২৬ বলে ৩২ রান), আন্দ্রে রাসেল (৮ বলে ১২ রান), রিঙ্কু সিংহ (১১ বলে ১৬ রান)। শেষ লগ্নে বড় শট খেলে ১৫ বলে ২৩ রান করেন শ্রেয়স, ৬ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন রামনদীপ সিংহ। ২০ ওভারে ২৩৫/৬ তুলল কেকেআর। ম্যাচ জিততে হলে ২৩৬ রান করতে হবে লখনউকে।

আরও পড়ুন: বিরাট ধাক্কা সিএসকে-র, চোট পেয়ে দেশে ফিরে গেলেন ছন্দে থাকা ফাস্টবোলার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন