Italy Researchers Invented Vitamin C Bandage That Will Heal Burn Wounds In Few Days Bengali News

Vitamin C Bandage For Burn Wound Healing: অন্যান্য ক্ষতের তুলনায় পোড়ার ক্ষত সারতে সাধারণত সময় লাগে। এবার সেই ক্ষত সারাতেই নতুন ধরনের ব্যান্ডেজ তৈরি করলেন গবেষকরা। ইটালিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা ভিটামিন সি সমৃদ্ধ একটি ব্যান্ডেজ  তৈরি করেছেন সম্প্রতি‌। এই ব্যান্ডেজটি বায়োডিগ্রেডেবল‌ অর্থাৎ পচনশীল ফল। পাশাপাশি ক্ষত দ্রুত শুকোতে সাহায্য করে। 

কী সুবিধা এই ব্যান্ডেজে ?

  • সাধারণত শরীরের কোনও অংশ জ্বলে গেলে সেই অংশটি লাল হয়ে ফুলে যায়‌। এর ফলে প্রচণ্ড প্রদাহ হয়। পাশাপাশি অক্সিজেনের মুক্তমূলক সেখানে আসতে থাকে। এই মুক্তমূলকগুলির কারণে প্রদাহ আরও বাড়ে। 
  • ইটালিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকদের আবিষ্কৃত ব্যান্ডেজটি এই প্রদাহের সমস্যা কমিয়ে দেয়। এর ফলে দ্রুত সেরে ওঠে ক্ষত। তবে ক্ষত সারার প্রক্রিয়াতেও বড় ভূমিকা রয়েছে ব্যান্ডেজের। 
  • কারণ এর মধ্যে রয়েছে বেশ কিছু প্রাকৃতিক উপাদান। এই উপাদানগুলি ক্ষতের মধ্যে প্রদাহনাশী উপাদান সরবরাহ করে। এর জেরেই মুক্তমূলকগুলি নষ্ট হয়ে যায়। ফলে অন্য ওষুধ বা ব্যান্ডেজের তুলনায় এই ব্যান্ডেজে ক্ষত দ্রুত  সেরে যায়।
  • এছাড়াও, এই ব্যান্ডেজটি বায়োডিগ্রেডেবল‌। অর্থাৎ কিছুদিনের মধ্যেই এটি মিলিয়ে যায় ত্বকের সঙ্গে। আলাদা করে খুলতে হয় না।

কী কী রয়েছে ভিটামিন ডি ব্যান্ডেজে ?

এসিএস অ্যাপ্লায়েড বায়োমেট্রিয়ালসে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। তাতেই জানানো হয়েছে, এই ব্যান্ডেজের মধ্যে থাকা উপকরণগুলির প্রসঙ্গে। ইটালিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকদের কথায়, ভিটামিন ডি সমৃদ্ধ এই ব্যান্ডেজে রয়েছে জেইন প্রোটিন। ভুট্টার মধ্যে এই বিশেষ প্রোটিনটি পাওয়া যায়। এছাড়াও আপেলের মধ্যে থাকে এমন একটি ফাইবার পেকটিনও এই ব্যান্ডেজে থাকে। অন্যদিকে সয়ের মধ্যে থাকা লেসিথিন পুষ্টিগুণটিও রয়েছে ব্যান্ডেজের ভিতর।

কী বলছেন গবেষক ?

ইটালিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির স্মার্ট মেটেরিয়ালস ইউনিটের প্রধান গবেষক অ্যাথানাসিয়া অ্যাথানাসিও সংবাদমাধ্যমকে বলেন, স্মার্ট মেটেরিয়াল শ্রেণিভুক্ত নানা দ্রব্য বানিয়ে থাকে ইতালির এই শিক্ষা প্রতিষ্ঠান। এই বিশেষ ব্যান্ডেজটিও তেমনই একটি যন্ত্র। পাশাপাশি তিনি বলেন, এই ধরনের আরও যন্ত্র নিয়ে কাজ চলছে ইটালিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষণাগারে। শুধু পুড়ে যাওয়ার ফলে তৈরি হওয়া ক্ষত সারানো নয়। এর পাশাপাশি ত্বকের ক্যানসারের জন্যও স্মার্ট মেটেরিয়াল তৈরির কাজ চলছে প্রতিষ্ঠানের গবেষণাগারে।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন –  AC Health Issues: এসি থেকে নানা রোগের আশঙ্কা ! চালানোর সময় খেয়াল রাখুন এগুলি

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন