MS Dhoni creates new record at Dharamshala vs PBKS IPL 2024

ধর্মশালা: বয়স ৪০-র গণ্ডি পার করেছে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ও জানিয়েছেন বহুদিন। তাও মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) আইপিএলে ইতিহাস গড়ার পালা অব্যাহত। রবিবাসরীয় সন্ধ্য়ায় ধর্মশালায় ফের এক নজির গড়ে ফেললেন মাহি। 

শৈলশহরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস (PBKS vs CSK)। ব্যাট হাতে ১৬৯ রানে সিএসকের ইনিংস থেমে গেলেও, অনবদ্য বোলিংয়ে ভর করে ২৮ রানে পাঞ্জাবকে হারিয়ে দেয় হলুদ ব্রিগেড। ম্যাচে ব্যাট হাতে একদমই নজর কাড়তে পারেননি ধোনি। হর্ষল পটেলের বিরুদ্ধে ইনিংসের প্রথম বলেই বোল্ড হন তিনি। তবে ব্যাট হাতে ধোনি ধামাকা দেখা না গেলেও, উইকেটের পিছনে ক্যাচ ধরেই নয়া ইতিহাস লিখলেন আইপিএলের সফলতম অধিনায়ক (যুগ্মভাবে)। প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ১৫০টি ক্যাচ নিয়ে ফেললেন সিএসকে উইকেটরক্ষক। জীতেশ শর্মার ক্যাচ ধরেই ইতিহাস গড়ে ফেলেন ধোনি।

মাহি কিপার হিসাবে মোট ১৪৬টি এবং সাধারণ ফিল্ডার হিসাবে আরও চারটি, মোট ১৫০টি ক্যাচ ধরে ফেললেন। আইপিএলের মঞ্চে আর কারুর এই কৃতিত্ব নেই।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ম্যাচে তাঁকে সাজঘরে ফিরিয়েছিলেন, ম্যাচ শেষে সেই কোহলির থেকেই বিশেষ উপহার পেলেন নুর 

আরও দেখুন